শিরোনাম
◈ সিলেটের সাদা পাথর লুটপাট, আলোচনায় মুফতি ফয়জুল করীম! (ভিডিও) ◈ এক ছাদের নিচে হজযাত্রার সব সেবা, বুকিংয়ে বিশেষ ছাড় ◈ কালের বিবর্তনে বিলুপ্তির পথে বাঁশখালীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প ◈ ফেসবুক লাইভে এসে রক্তাক্ত ডাক্তারের বাঁচার আকুতি ◈ শায়খ আহমাদুল্লাহর আবেগঘন পোস্ট ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ জারি ◈ ব্যাংক একীভূত হবেই, আতঙ্কের কিছু নেই: গভর্নর ◈ পৃথিবীর কোথাও বাংলাদেশের মতো ব্যাংক লুট হয়নি: অর্থ উপদেষ্টা ◈ জামিনে বের হয়ে ফের গ্রেফতার শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোতা ◈ ‌কির‌গিজস্তা‌নের ক্লাব মুরাসের কাছে হেরে চ্যালেঞ্জ লিগ থেকে ঢাকা আবাহনীর বিদায়

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৫, ০১:০৮ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জাপান ও দ‌ক্ষিণ কেরিয়ার বিরু‌দ্ধে ‌বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যাচ খেলবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : আগামী অ‌ক্টোবর মা‌সে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এশিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্ত জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ম্যাচ দুটির সূচি চূড়ান্ত করতে দুই ফেডারেশনের সঙ্গে কাজ করছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ম্যাচ দুটি খেলতে আগেই দক্ষিণ কোরিয়া ও জাপান ফুটবল ফেডারেশনের সঙ্গে সমঝোতা করে রেখেছিল সিবিএফ। আগামী ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং ১৪ তারিখ টোকিওতে জাপানের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের আগেও এই দেশ দুটির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সে বছর জুনে অনুষ্ঠিত ম্যাচ দুটিতে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে এবং জাপানকে ১-০ গোলে হারিয়েছিল তারা।

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণার আগে মোট ছয়টি প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। দক্ষিণ কোরিয়া ও জাপান ছাড়াও নভেম্বরে আফ্রিকার দলের বিপক্ষে এবং মার্চে ইউরোপের দলের বিপক্ষে ম্যাচগুলো খেলার পরিকল্পনা আছে সিবিএফের। বাণিজ্যিক চুক্তির ওপর নির্ভর করে ম্যাচগুলো ইউরোপ অথবা আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে শুরুর আগে ২০২৬ সালের জুনেও দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাবে ব্রাজিল। তবে এই ম্যাচগুলোর খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের কোচিং স্টাফরা।

ইতোমধ্যে গত জুনে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করা ব্রাজিল সেপ্টেম্বরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দুটি ম্যাচ খেলবে। ৪ তারিখ ঐতিহাসিক মারাকানায় চিলির বিপক্ষে মাঠে নামবে তারা। ৯ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে আনচেলত্তির দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়