শিরোনাম
◈ হায়দরাবাদে দেহ ব্যবসা থেকে বাংলাদেশি কিশোরী উদ্ধার, ফের আলোচনায় আন্তদেশীয় মানব পাচার চক্র ◈ বিদ্যালয়ে ঢুকে সহকারী শিক্ষককে মারধর করে বাজারে ঘোরানো, বিএনপি-ছাত্রদলের কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ◈ আমরা বাসস্ট্যান্ড- লঞ্চঘাট দখল করি, আর জামায়াত দখল করে বিশ্ববিদ্যালয়: বিএনপি নেতা আলতাফ (ভিডিও) ◈ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতারে আলটিমেটাম ◈ রাখাইনে সংঘাত: সীমান্তে ৫০ হাজার রোহিঙ্গা, বাংলাদেশে ঢোকার আশঙ্কা ◈ চিকিৎসা পেশা নিয়ে আসিফ নজরুলের মন্তব্য রাষ্ট্রবিরোধী অবস্থানের শামিল: এনসিপি ◈ পাতাল মেট্রো রেলের খরচ বেড়ে ৫৯ হাজার ৫৪৫ কোটি টাকা ◈ চিকিৎসকদের কাছে আইন উপদেষ্টার দুঃখ প্রকাশ ◈ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান ◈ বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৫, ০৪:২০ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হতে পারেন আপনিও, যেভাবে আবেদন করবেন

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবী হওয়ার সুযোগ খুলে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই আসরে নির্বাচিত স্বেচ্ছাসেবীরা ম্যাচ আয়োজন, দর্শক সেবা, লজিস্টিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশ নেবেন।

৪৮ দলের এই বিশ্বকাপ চলবে ছয় সপ্তাহ ধরে, যেখানে প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবীর অংশগ্রহণ প্রত্যাশা করছে ফিফা। তারা স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র, বিমানবন্দর, হোটেলসহ ১৬টি শহরে ২৩ ধরনের কার্যক্রম পরিচালনায় সহায়তা করবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, আত্মা ও হাসি। আমরা চাই আগ্রহীরা ২০২৬ সালে আমাদের সঙ্গে যুক্ত হয়ে বিশ্বকে স্বাগত জানাক।’


আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা বাধ্যতামূলক। মেক্সিকোতে কাজের জন্য স্প্যানিশ এবং কানাডায় কাজের জন্য ফরাসি ভাষা জানা থাকলে তা বাড়তি সুবিধা দেবে। অন্যান্য ভাষাজ্ঞানও অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদনের সময়সীমা আগস্ট থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। নির্বাচিত স্বেচ্ছাসেবীরা আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত মোট আটটি শিফটে কাজ করবেন।

আগ্রহীরা আবেদন করতে পারবেন এই লিংক থেকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়