স্পোর্টস ডেস্ক : জতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ক্যাম্প শুরু হচ্ছে সোমবার (১১ আগস্ট) থেকে। এরপর আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। যে ক্রিকেটাররা ফিটনেস টেস্টে পাস করতে পারবেন না তারা এনসিএল টি-টোয়েন্টি খেলতে পারবেন না বলেও জানা গেছে। -- ক্রিকফ্রেঞ্জি
এদিন প্রত্যেকটি দলই নিজেদের বিভাগে অনুশীলন শুরু করবে। শুধু রংপুর ও বরিশালের ক্রিকেটাররা অনুশীলন করবেন ঢাকায় মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। মূলত এই দুই বিভাগীয় শহরের ভেন্যুতে সংস্কার কাজ চলমান রয়েছে। এ কারণে তারা নিজেদের ঘরের মাঠে অনুশীলন করতে পারছেন না।
আগেই জানা গেছে এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর হচ্ছে তিনটি ভেন্যুতে। খেলা হবে সিলেটের পাশাপাশি রাজশাহী ও বগুড়াতেও। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পথচলা শুরুর আগে ২০১০ সালে এনসিএল টি-টোয়েন্টি আয়োজন করে বিসিবি। তবে পরবর্তীতে এক যুগের বেশি সময় মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি।
টি-টোয়েন্টির জনপ্রিয়তা ও খেলোয়াড়দের চাহিদার কথা মাথায় রেখে ২০২৪ সালে নতুন করে এনসিএল টি-টোয়েন্টি শুরু করে দেশের ক্রিকেট বোর্ড। এনসিএল টি-টোয়েন্টির গত মৌসুমের পুরোটা হয়েছে সিলেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সঙ্গে সিলেটের গ্রাউন্ড টুতেও হয়েছে ম্যাচ।
একই ভেন্যুর দুইটি মাঠে টানা খেলার হওয়ার ফলে শেষের দিকে এসে বড় রান দেখা যায়নি। যার ফলে নতুন মৌসুম ভেন্যু বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। এ ছাড়া বিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির দাবি ছিল যেন বিপিএলের আগে আয়োজন করা হয় এই টুর্নামেন্টটি। সেই লক্ষ্যেই ১৪ বা ১৫ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টির আসর।