স্পোর্টস ডেস্ক : গ্রুপ সেরা হতে ড্র করলেই হতো বাংলাদেশের। তাতেই সরাসরি মিলত মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বের টিকিট। কিন্তু শক্তিশালী দক্ষিণ কোরিয়ার সঙ্গে পেরে ওঠেনি তৃষ্ণা-সাগরিকারা।
তবে বড় ব্যবধানে হারলেও বাছাইপর্বে সেরা তিন রানার্স-আপের মধ্যে থাকায় মূলপর্বের টিকিট পেয়েছে পিটার বাটলারের দল।
রোববার লাওস জাতীয় স্টেডিয়ামে মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারে বাংলাদেশ।
এই ম্যাচ হারের পর বাটলারের দলের ভাগ্য ঝুলে ছিল বাছাইপর্বের অন্য গ্রুপগুলোর ম্যাচের ওপর। বাছাইপর্ব থেকে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স-আপ পাবে আগামী বছর থাইল্যান্ডের মূল আসরে খেলার টিকেট। ঘণ্টাখানেক পরই নিশ্চিত হয় বাংলাদেশ থাকছে সেরা তিন রানার্স-আপের মধ্যে।
স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিল। ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়েছে তারা। গোল ব্যবধান ৫।
ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশই। শান্তি মার্ডির বাড়ানো বল থেকে বল জালে জড়ান আগের ম্যাচে হ্যাটট্রিক করা তৃষ্ণা রানী সরকার। এর মিনিট চারেক পর সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
বিরতির পর মাঠের লড়াইয়ে আর পেরে ওঠেনি বাংলাদেশ। গোলরক্ষক স্বর্ণার দৃঢ়তার পরও একের পর এক বল জালে জড়িয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। এই গ্রুপে সবকটি ম্যাচ জিতে ২০২৬ এশিয়ান কাপের মূলপর্বে পৌঁছায় দেশটি।