শিরোনাম
◈ ‘তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কি না’: চট্টগ্রামে এনসিপির নেতার কথোপকথন ফাঁস (ভিডিও) ◈ ‌ক্রিকেটার‌দের জন‌্য সতর্কবার্তা , ফিটনেস টেস্টে ‘ফেল’ করলে এনসিএলে খেলতে পারবেন না  ◈ জাপানে ব‌ক্সিং‌য়ে লড়াই‌য়ের সময় মাথায় আঘাত পেয়ে দুই বক্সারের মৃত্যু ◈ বিশ্বের সেরা ৫ ব্যাটার বাছলেন রি‌কি পন্টিং, দুই ভারতীয় থাকলেও নেই রোহিত শর্মা ও ‌বিরাট কোহলি! ◈ ৫০ লাখ প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ ◈ পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা ◈ গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত ◈ পদ্মা-মহানন্দার ভাঙনে হুমকিতে জনপদ, সরানো হচ্ছে নারায়ণপুর ইউপি ভবন, স্থায়ী বাঁধের দাবি ◈ ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও) ◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও)

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৪:২২ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবির হাজার কোটি টাকা সামলানোর দা‌য়িত্ব নি‌তে একশর বেশি আ‌বেদন

স্পোর্টস ডেস্ক : ‌ক্রিকেট বি‌শ্বে চতুর্থ ধনী বোর্ড হ‌চ্ছে বাংলা‌দেশ ক্রিকেট বোর্ড, বিভিন্ন ব্যাংকে বিসিবির একাউন্টে জমা আছে এক হাজার কোটি টাকারও বেশি। সেসব অর্থ দেখভাল ও লেনদেনের জন্য চিফ ফিনানশিয়াল অফিসার খুঁজছিল বোর্ড। সেই পদের জন্য একশরও বেশি আবেদন জমা পড়েছে। --- ক্রিকটাইম

দেশের সবচেয়ে সফল ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সব মিলে বোর্ডের আয়ের অঙ্ক থেকে হাজার কোটি টাকা আছে বিভিন্ন ব্যাংকে। তবে এসব বিষয় তদারকি বা সামলানোর জন্য নিবেদিত কেউ নেই বোর্ডের। এজন্যই খোঁজা হয়েছে চিফ ফিনানশিয়াল অফিসার বা সিএফও।

এদিকে সাবেক সভাপতি ফারুক আহমেদ যে আড়াইশ কোটি টাকা নতুন করে এফডিআর করেছিলেন তার মধ্যে ৫২ কোটি টাকার এফডিআর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে দাবি করা হয়েছে দৈনিক সমকালে। 

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নির্দেশনায় দুটি ব্যাংকের কাছে পরীক্ষামূলকভাবে ২ কোটি টাকা করে ফেরত চাওয়া হয়েছিল, যার মধ্যে একটি ব্যাংক সেই নির্দেশনা মানতে ব্যর্থ হয়েছে। ঐ ব্যাংকে ৫২ কোটি টাকা এফডিআর করা রয়েছে। যদিও ব্যাংকটি সরকারের সবুজ তালিকায় রয়েছে।

ফারুক আহমেদ বেশি মুনাফার জন্য ঐ ব্যাংকে এফডিআর করেন বলে দাবি করা হয়েছে। তবে এবার তৈরি হয়েছে মুলধন হারানোরও শঙ্কা।

এসব বিষয় সুরাহার জন্য চিফ ফিনানশিয়াল অফিসার নিয়োগের কাজটি দ্রুতই সম্পন্ন করতে চায় বোর্ড। ৯ আগস্ট বিসিবির সভায় যে ১৪টি এজেন্ডা রয়েছে, তার একটি এই সিএফও নিয়োগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়