শিরোনাম
◈ পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা ◈ গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত ◈ পদ্মা-মহানন্দার ভাঙনে হুমকিতে জনপদ, সরানো হচ্ছে নারায়ণপুর ইউপি ভবন, স্থায়ী বাঁধের দাবি ◈ ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও) ◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও) ◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও) ◈ ফেব্রুয়ারির নির্বাচনে সম্মতি, তবে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে অটল জামায়াত ◈ রিজার্ভ এখন ৩০.২৫ বিলিয়ন ডলার ◈ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ বাংলাদেশের মেয়েরা যেভা‌বে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে 

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ০৪:২০ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বা‌র্সেলোনার কোচ হান‌সি ফ্লিক চ্যাম্পিয়নস লিগে ১ ম্যাচে নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : এটা বা‌র্সেলোনা ক্লা‌বের জন‌্য নি:স‌ন্দে‌হে দুর্ভাগ‌্য, অসাদাচরনের দায়ে চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন  কোচ হানসি ফ্লিক। একই সঙ্গে জার্মান এই কোচকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে এই শাস্তির কথা জানায় উয়েফার শৃঙ্খলাবিষয়ক কমিটি। ফ্লিক ছাড়াও তার সহকারী মার্কাস জর্গকেও এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে দু’জনকেই ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

গত মে মাসে সান সিরোয় চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ৪-৩ ব্যবধানে হারের ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ফ্লিক। এই হারে এক দশক পর ইউরোপ ক্লাব সেরার আসরের ফাইনালে ওঠার স্বপ্ন থেমে যায় বার্সেলোনার।

এই শাস্তির ফলে আসন্ন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরুর ম্যাচে ফ্লিক ও জর্গকে ডাগআউটে পাবে না বার্সেলোনা।

অন্য এক সিদ্ধান্তে, ওই একই ম্যাচে অ্যান্টি-ডোপিং কর্মকর্তার নির্দেশ মানতে ব্যর্থ হওয়ায় এবং দ্রুত নিয়ন্ত্রণ কক্ষে না যাওয়ার কারণে বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রবের্ট লেভানডফস্কিকে ৫ হাজার ইউরো করে জরিমানা করেছে উয়েফা।

এছাড়াও ম্যাচ চলাকালে দর্শকদের মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপের জন্য বার্সেলোনাকে ৫ হাজার ২৫০ ইউরো এবং আতশবাজি জ্বালানোর জন্য আরও ২ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে।

ইন্টার মিলানের সমর্থকরা জনসাধারণের চলাচলের রাস্তা আটকানোয় ক্লাবটিকে ২২ হাজার ইউরো এবং আতশবাজি জ্বালানোর জন্য আরও ১১ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়