শিরোনাম
◈ ‌ক্রিকেটার‌দের জন‌্য সতর্কবার্তা , ফিটনেস টেস্টে ‘ফেল’ করলে এনসিএলে খেলতে পারবেন না  ◈ জাপানে ব‌ক্সিং‌য়ে লড়াই‌য়ের সময় মাথায় আঘাত পেয়ে দুই বক্সারের মৃত্যু ◈ বিশ্বের সেরা ৫ ব্যাটার বাছলেন রি‌কি পন্টিং, দুই ভারতীয় থাকলেও নেই রোহিত শর্মা ও ‌বিরাট কোহলি! ◈ ৫০ লাখ প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ ◈ পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা ◈ গার্ডিয়ানে টিউলিপের সাক্ষাৎকারের ‘ছয়টি উল্লেখযোগ্য বিষয়ে’ বার্গম্যানের অভিমত ◈ পদ্মা-মহানন্দার ভাঙনে হুমকিতে জনপদ, সরানো হচ্ছে নারায়ণপুর ইউপি ভবন, স্থায়ী বাঁধের দাবি ◈ ভাইরাল হওয়াই কাল হল ফুটপাতের সেই বুফে বিক্রেতার! (ভিডিও) ◈ ভাইসা আসি নাই, কথা বলার সময় মুখ সামলায় বলবা : আনোয়ার হোসেন মঞ্জু (ভিডিও) ◈ ফোন হারিয়ে রেলস্টেশনে বিদেশির কান্না ভাইরাল, অভিযোগ পায়নি পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফাইনা‌লে খেলার লক্ষ‌্য নি‌য়ে অ‌স্ট্রেলিয়া গে‌লো বাংলা‌দেশ এ' দল

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ ‘এ’ দল। এই দলটির নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান। বৃহস্পতিবার বাংলাদেশ 'এ' দলের একটি বহর গেছে অস্ট্রেলিয়া। দলের বাকিদের সঙ্গে শুক্রবার ঢাকা ছেড়েছেন সোহান।

দেশ ছাড়ার আগে ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন 'এ' দলের অধিনায়ক। গত বছর (২০২৪) এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েছিল বাংলাদেশ। 

সেবার এই সিরিজের ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হেরে যায় দলটি। এবারও ফাইনালের উঠার লক্ষ্য বাংলাদেশের।

নিজেদের পরিকল্পনা নিয়ে সোহান বিমানবন্দরে গণমাধ্যমকে বলেছেন, 'আমি মনে করি, আমরা যে পরিবেশে খেলতে যাচ্ছি, তা সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং একই সাথে একটি ভালো সুযোগও। আমরা অবশ্যই চেষ্টা করবো নিজ নিজ অবস্থান থেকে সেরাটা দিয়ে ফাইনাল খেলার।'

আগের আসরে শিরোপার অনেক কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশের দলটিকে। তবে এবার শিরোপা হাতে নিয়েই ফিরতে চান সোহান। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা সহজ হবে না সেটা জানা আছে সোহানদের। তবুও শতভাগ দিয়ে সেরা পারফরম্যান্স করতে চায় বাংলাদেশ 'এ' দল।

এ প্রসঙ্গে সোহান বলেছেন, 'অবশ্যই সেই আশা করছি, ইনশাআল্লাহ (শিরোপা নিয়ে ফিরতে)। তবে আমি মনে করি, আমাদের সেখানে শতভাগ দিয়ে খেলতে হবে। দল হিসেবে খেলা এবং প্রক্রিয়াগুলো সঠিকভাবে অনুসরণ করতে পারলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে।

এই টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ 'এ' দল এবং পাকিস্তান শাহীন্স। 

আগামী ১৪ আগস্ট, সন্ধ্যা ৭টায় ডারউইনের টিআইও স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ‘এ’ দল প্রতিপক্ষ হিসেবে পাবে বিগ ব্যাশ লিগের দুই দল মেলবোর্ন স্টার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স ছাড়াও নেপাল, পার্থ স্কোর্চার্স, নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে

  • সর্বশেষ
  • জনপ্রিয়