শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ঘোষণা ৫ আগস্ট ◈ মবের তাণ্ডব, ডাইনী সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পু.ড়িয়ে হত্যা ◈ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুই ◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বুধবার নেপা‌লে শুরু হ‌চ্ছে বিশ্ব টি‌টি চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব, খেল‌বে বাংলাদেশের পুরুষ ও নারী দল 

নিজস্ব প্রতি‌বেদক : ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের পুরুষ ও নারী দলগত প্রতিযোগিতার বাছাইয়ে অংশ নিতে বাংলা‌দেশ পুরুষ ও নারী দল এখন নেপা‌লে।

আগামীকাল ৩০ ও বৃহস্প‌তিবার ৩১ জুলাই কাঠমান্ডুর জাতীয় টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।

পুরুষ দলকে কোচ সৈয়দ মাহমুদুজ্জামান শাহেদ নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া দেশের শীর্ষ ৪ র‍্যাংকধারী খেলোয়াড়– রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ হৃদয়, ইমরুল কায়েস ইমন ও জাভেদ আহমেদ দলে আছেন। অন্যদিকে নারী দলে রয়েছেন সাদিয়া রহমান মৌ, সোনাম সুলতানা সোমা, খই খই সাই মারমা ও ঐশী রহমান।

দলের ম্যানেজার হিসেবে রয়েছেন অ্যাডহক কমিটির সদস্য এবং আইটিটিএফের লেবেল টু কোচ মাঈনুল ইসলাম চিশতী। দলকে উৎসাহিত করতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট দলের সঙ্গে রয়েছেন।

এশিয়ান টেবিল টেনিস ইউনিয়নের বার্ষিক কর্মসূচি অনুযায়ী, এই প্রতিযোগিতায় নেপাল, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মালদ্বীপ অংশগ্রহণ করছে। ভারত ১০ জন করে খেলোয়াড় পাঠালেও অন্য দলগুলো ৮ জন করে খেলোয়াড় পাঠিয়েছে। পাকিস্তান ও ভুটান শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

উল্লেখ্য,  ৬৪টি পুরুষ ও নারী দল ২০২৬ সালের ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। টুর্নামেন্টটি ২৮ এপ্রিল থেকে ১০ মে লন্ডনে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়