শিরোনাম
◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত ◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান ◈ পূর্বে ছিলো ৫টি সংসদীয় আসন: গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারত-ইংল্যান্ড ম্যাচে পাকিস্তানের জা‌র্সি গা‌য়ে দর্শককে অপমান কর‌লো নিরাপত্তা কর্মী

স্পোর্টস ডেস্ক : ভারত-ইংল্যান্ড ওল্ড ট্রাফোর্ড টেস্টে এক পাকিস্তানি দর্শককে পাকিস্তানের জার্সি ঢেকে ফেলতে বলা হয়। স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীরা এমনটা করেছেন। যা নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে।

ফারুক নাজার নামের ওই পাকিস্তানি পুরো ব্যাপারটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ---- ডেই‌লি ক্রিকেট

ভিডিওতে দেখা যায় গ্যালারিতে পাকিস্তানি জার্সি পরে খেলা উপভোগ করছিলেন ওই দর্শক। কিন্তু এক পর্যায়ে একজন সিকিউরিটি এসে তাকে জার্সিটি ঢেকে ফেলতে বলে।

ল্যাঙ্কশায়ার কর্তৃপক্ষের নির্দেশ আছে জানিয়ে সিকিউরিটি জার্সি ঢেকে ফেলতে বলে। তবে ওই দর্শক এ ব্যাপারে লিখিত কোনো নির্দেশনা আছে কিনা জানতে চান। সাধারণ স্টেডিয়ামের গ্যালারিতে কোনো নির্দিশট জার্সি নিষিদ্ধ করার ঘটনা স্বাভাবিক না।

পরে আরও কয়েকজন সিকিউরিটি এসেও একই নির্দেশনা দেয়। তবে নিজের জায়গায় অনড় ছিলেন পাকিস্তানি দর্শক। শেষ পর্যন্ত মাঠ ছাড়লেও জার্সি খুলে ফেলেননি কিংবা ঢেকে ফেলেননি।

মূলত ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্ব ক্রিকেটেও প্রভাব ফেলছে বলেই এমন ঘটনা ঘটেছে, ধারণা করা হচ্ছে। বিশেষ করে দ্য হান্ড্রেডে ম্যানচেস্টার দলের মালিকানা ভারতীয়দের হতে যাচ্ছে বলেই পাকিস্তানিদের নিয়ে বিতর্কিত ঘটনা। অনেকেই এমনটা উল্লেখ করেছেন।

ঘটনা তদন্ত করে দেখা প্রতিশ্রুতি দিয়েছে ল্যাঙ্কশায়ার। তারা যেমনটা বলছে, 'আমরা ঘটনার বিষয়টি সম্পর্কে অবগত এবং পুরো ঘটনা ও প্রেক্ষাপট সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে তদন্ত করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়