শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ এবার সি‌রিজ খেল‌তে চায় নেপাল অথবা নেদারল্যান্ডসের সাথে

স্পোর্টস ডেস্ক : ক'‌দিন আ‌গেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এখন খে‌লোয়াড়‌দের হা‌তে পর্যাপ্ত সময়, এক কথায় অবসর সময় কাট‌ছে টাইগারদের। যে কারণে এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে প্রস্তুতিতে ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে।

আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু রাজনৈতিক জটিলতার কারণে স্থগিত হয়ে গেছে সফরটি। যার কারণে এশিয়া কাপে যাওয়ার আগে টাইগারদের আর কোনো খেলা নেই। এই ফাঁকা সময়টা কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেদারল্যান্ডস অথবা নেপালের সাথে ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে চায় তারা।

এই প্রসঙ্গে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘এটা নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে। আমাদের এখানে ভারতের আসার কথা ছিল। আমরা ঐভাবেই চিন্তা করেছিলাম যে, ওটা খেলে এশিয়া কাপে যাবো। যেহেতু ভারত এই মুহুর্তে আসছে না। আমরা চেষ্টা করছি অন্য দেশগুলোকে আনা যায় কিনা। লিডিং কোনো দেশ এই মুহুর্তে এভেইলেবল না। আমার মনে হয় আমরা অন্য কোনো দেশের সাথে — এটা হতে পারে নেদারল্যান্ড অথবা নেপাল।

বিশ্বের অনেক দেশ বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছে। যার কারণে টাইগারদের আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে কিনা তা নিশ্চিত নয়। তবে শেষ পর্যন্ত যদি কোনো দল না আসে তাহলে নিজেদের মধ্যেই সিরিজ খেলবে ক্রিকেটাররা।

ফাহিম বলেন, ‘বিদেশি যদি কোনো দল না পাই তাহলে আমরা এখন থেকে যেটা ভাবছি যে, জাতীয় দল যখন বাইরে খেলতে যাবে। তার আগে আমরা নেক্সট পসিবল বেস্ট টিমের সাথে একটা সিরিজ খেলবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়