শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ০৪:২৬ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

স্বাগ‌তিক ইকুয়েডরকে হা‌রি‌য়ে ‌নারী কোপা আমেরিকার সেমিফাইনা‌লে আর্জেন্টিনা 

স্পোর্টস ডেস্ক : আ‌র্জেন্টিনা নারী কোপা আমেরিকায় দুর্দান্ত ফর্মে আছে। ইকুয়েডরে চলমান আসরে এখন পর্যন্ত একটিও ম্যাচ হারেনি তারা।

গ্রুপপর্বের চার ম্যাচে চার জয়ে শতভাগ সাফল্য নিয়ে সেমিফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা।
গ্রুপপর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক ইকুয়েডরকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা।

প্রথমার্ধে কিশি নুনিয়েজ এবং দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ফ্লোরেন্সিয়া বোনসেগুন্ডোর গোল দলকে এনে দেয় গুরুত্বপূর্ণ জয়।

এর আগে উরুগুয়ের বিপক্ষে ১-০, চিলির বিপক্ষে ২-১ এবং পেরুর বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

সব ম্যাচই অনুষ্ঠিত হয় ইকুয়েডরের ইনডিপেনডিয়েন্টে দেল ভ্যালের স্টেডিয়ামে।
চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

তাদের সঙ্গে শেষ চার নিশ্চিত করেছে ৭ পয়েন্ট পাওয়া উরুগুয়ে। চিলি (৬ পয়েন্ট) পঞ্চম স্থানের জন্য লড়বে, আর গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে স্বাগতিক ইকুয়েডর ও পেরু।

এখন আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হবে গ্রুপ ‘বি’র শেষ রাউন্ডের ম্যাচ থেকে। সেখানে ব্রাজিল ও কলম্বিয়ার লড়াইয়ে যে হারবে, তার বিপক্ষেই নামবে আর্জেন্টিনা। সম্ভাবনা রয়েছে ভেনেজুয়েলারও, তবে গোল ব্যবধানে অনেক পিছিয়ে থাকায় তাদের সুযোগ ক্ষীণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়