শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ১২:০১ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ-পা‌কিস্তান তৃতীয় ম‌্যা‌চের টিকিট বিক্রির টাকা বিমান দূর্ঘটনায় আহতদের দিচ্ছে বিসিবি

নিজস্ব প্রতি‌বেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মহৎ এক উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টির টিকিট বিক্রির সকল অর্থ মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আহতদের জন্য দিচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক এ সংস্থা। 

শুধু মাইলস্টোনে দূর্ঘটনায় আহতদের জন্য নয়, জুলাই বিপ্লবের পর গঠিত ‘জুলাই ফাউন্ডেশন’ এ টিকিট বিক্রির টাকা দেবে বিসিবি। আজ (বৃহস্পতিবার) এক বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে বিসিবি।

বিবৃতিতে বিসিবি লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে যে আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের টিকিট বিক্রির পুরো আয় সাম্প্রতিক জাতীয় ট্র্যাজেডিগুলোর প্রেক্ষিতে মানবিক সহায়তায় দান করা হবে।

তারা আরও লিখেছে, 'শোক ও স্মৃতির এই মুহূর্তে সংহতির নিদর্শন হিসেবে, বিসিবি পুরো টিকিট আয় দুটি খাতে প্রদান করবে: সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের সহায়তায় কাজ করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

দেশের মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্ববোধ করছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এটি জাতীয় আত্মার অংশ হিসেবে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির পাঠানো বিবৃতিতে তিনি বলেছেন, 'বাংলাদেশে ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এটি আমাদের জাতীয় আত্মার অংশ। শোক ও স্মৃতির এই সময়ে আমাদের একসঙ্গে দাঁড়ানো উচিত। এই সাম্প্রতিক হৃদয়বিদারক ঘটনাগুলোর শিকার পরিবার ও প্রিয়জনদের জন্য সামান্য হলেও সহানুভূতির অংশীদার হতে পেরে বিসিবি গর্বিত। আমাদের চিন্তা ও প্রার্থনা সবসময় তাদের সঙ্গেই থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়