শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্ব টেস্ট চ‌্যা‌ম্পিয়নশী‌পে ওভার রেট নিয়মে পরিবর্তন চান বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক : ইংল‌্যান্ড‌কে মন্থর ওভার রেট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে বেশ ভুগতে হয়েছিল। এবারের চক্রেও মন্থর ওভার রেটের কারণে পয়েন্ট কাটা গেছে তাদের। এবার ওভার রেট নিয়ে বিদ্যমান নিয়মে অঞ্চলভেদে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন বেন স্টোকস। 

ইংলিশ অধিনায়কের মতে, পেস-নির্ভর কন্ডিশনের সঙ্গে স্পিন-নির্ভর কন্ডিশনের জন্য একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত নয়।

গত সপ্তাহে লর্ডসে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে মন্থর ওভার রেটের কারণে ২ পয়েন্ট কাটা যায় ইংল্যান্ডের। এছাড়াও ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয় পুরো দলের। শাস্তি মেনে নেওয়ার পর এবার নিয়ম পাল্টানোর দাবি তুলেছেন স্টোকস।

মঙ্গলবার সাংবাদিকদের ইংলিশ অধিনায়ক বলেন, “এশিয়ায় যেখানে ৭০ শতাংশ ওভার স্পিনাররা করে, সেখানে ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়ায় ৭০-৮০ শতাংশ ওভার পেসাররা করে। সে হিসেবে দুই জায়গায় একই নিয়ম হতে পারে না। পেসারদের চেয়ে স্পিনারদের ওভার দ্রুত শেষ হয়। একটু কমন সেন্স থাকলে এটা বোঝা যায় যে, মহাদেশভেদে ওভার রেটের সময় নির্ধারণ করা যেতে পারে।

গত বছরও ওভার রেট নিয়ে নিজের অসন্তোষ জানিয়েছিলেন স্টোকস। তখনও আইসিসিকে এ নিয়ম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন তিনি। সে চক্রে মন্থর ওভার রেটের কারণে মোট ২২ পয়েন্ট হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা হারায় ইংল্যান্ড।

ওভার রেট নিয়ে আমি খুব বেশি চিন্তিত না। কিন্তু তার মানে এই না যে, আমি ইচ্ছা করে সময় নষ্ট করি। এটা নিয়ে হতাশার কারণটা আমি বুঝি। কিন্তু আমি সত্যিই মনে করি, নতুন করে খতিয়ে দেখা উচিত কীভাবে এটি কাজ করে।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়