শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ০৮:৫৪ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আই‌সি‌সির টি-‌টো‌য়ে‌ন্টি বো‌লিং র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : মোস্তা‌ফিজুর রহমান পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ নৈপুণ্যের ফল পেলেন। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা দশের ভেতর ঢুকেছেন ‘কাটার মাস্টার’। র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অফ স্পিনার শেখ মেহেদী হাসানেরও।

বুধবার (২৩ জুলাই) প্রকাশিত সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এতে দেখা যায়, র‍্যাঙ্কিংয়ে বিশাল উন্নতি হয়েছে ফিজের। ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে নয়ে অবস্থান করছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তার সঙ্গী হিসেবে আছেন ভারতের পেসার আর্শদিপ সিং।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে ১৬তম স্থানে আছেন শেখ মেহেদী হাসান। চলমান সিরিজে তিনি তিন উইকেট নিয়েছেন, এর মধ্যে দ্বিতীয় ম্যাচে তার বোলিং ফিগার ছিল ২৫ রানে ২ উইকেট।

৩ ধাপ পিছিয়ে ২০ নম্বরে আছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ১ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন পেসার তাসকিন আহমেদ। ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭ নম্বরে তানজিম সাকিব।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলারদের তালিকা নিচে দেয়া হলো:

জেকব ডাফি (নিউজিল্যান্ড) – ৭৩৩ পয়েন্ট

আদিল রশিদ (ইংল্যান্ড) – ৭০২ পয়েন্ট

বরুণ চক্রবর্তী (ভারত) – ৭০৬ পয়েন্ট

আকিল হোসেন (ওয়েস্ট ইন্ডিজ) – ৬৯৪ পয়েন্ট

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) – ৬৯৩ পয়েন্ট

ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) – ৬৭৯ পয়েন্ট

রবি বিষ্ণোই (ভারত) – ৬৭৪ পয়েন্ট

রশিদ খান (আফগানিস্তান) – ৬৬৪ পয়েন্ট

মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) – ৬৫৩ পয়েন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়