শিরোনাম
◈ ঐকমত্য কমিশনের বৈঠক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনেক বিষয়ে একমত, দ্বিমতও আছে ◈ টানা ১০ দিন ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ভুয়া তথ্য ছড়ানোয় ক্ষোভ, শিল্পীদের দায়িত্বশীলতার আহ্বান ফারুকীর ◈ টিফিন দিতে পারিনি বলেই হয়তো বেঁচে গেছে আমার ছেলেটা ◈ নেইমার চতুর্থবার বাবা হ‌লেন, বিশেষ উপহার পাঠালো পিএসজি ◈ পি‌সি‌বি সভাপ‌তির সঙ্গে সিরিজ বাড়ানো নিয়ে কথা বলবেন বি‌সি‌বি সভপ‌তি বুলবুল ◈ লিও‌নেল মেসি কি সর্বকালের সেরা ফ্রি কিক টেকার ◈ অশ্রুতে ভাসছে উত্তরার আকাশ-বাতাস: নিহত বেড়ে ৩২, অনেকের অবস্থা আশঙ্কাজনক ◈ মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ◈ ইংরেজিতে সচিবালয় বানান করতে পারলে তোমাকে ছেড়ে দেব, শিক্ষার্থীকে ডিসি মাসুদ (ভিডিও)

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ ক্রিকেট বোর্ডকে বিপাকে ফেল‌লো পা‌কিস্তান বো‌র্ডের চেয়ারম্যান

স্পোর্টস ডেস্ক : অ‌নেক দিন ধরেই ক্রিকেটাঙ্গনে আলোচনার খোরাক ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। প্রথমবারের মতো এই আয়োজনের দায়িত্ব পেলেও বিপাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে আপাতত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অবনতির কথা সবারই জানা। সেই সূত্র ধরে শুরুতে ভারতের বাংলাদেশ সফর আপাতত স্থগিত। এরপর বাংলাদেশে অনুষ্ঠিতব্য এসিসির এজিএমেও আসতে নারাজ বিসিসিআই। -- ডেই‌লি ক্রিকেট

আগামী ২৪ ও ২৫ জুলাই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসবে এসিসির এজিএম। ২৫ টি সদস্য দেশের মধ্যে অন্তত ১৬-১৭ টি অংশ নিচ্ছে নিশ্চিত। তবে ভারত সহ আফগানিস্তান, শ্রীলঙ্কা থাকছে না সেটাও নিশ্চিত।

এসিসির বর্তমান সভাপতি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরচেয়ারম্যান মহসিন নাকভি। তাকে এজিএম ঢাকা থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কিন্তু তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্তে অনড় ছিলেন, এজিএম হবে ঢাকাতেই।

এখন প্রশ্ন জাগতেই পারে এই আয়োজনের হর্তা কর্তা মূলত কারা। বাংলাদেশ নাকি এসিসি?

উত্তর হলো বাংলাদেশ কেবল আয়োজক দেশ। মূলত এজিএম কোথায় হবে এই সিদ্ধান্ত নেয় এসিসি। আর এবার ঢাকায় এজিএম করতে আগে থেকেই পরিকল্পনা ঠিক করে রাখে এসিসি সভাপতি মহসিন নাকভি। আর সে সিদ্ধান্তেই অনড় থাকলে ভারতের অনুরোধের পরও।

২৪ জুলাই বাংলাদেশ-পাকিস্তান শেষ টি-টোয়েন্টি। সিরিজ চলাকালীন সময়ে এই এজিএম আয়োজনে শুরুতে অপারগতা জানায় বিসিবি।

তবে মহসিন নাকভিই বুঝিয়েছেন খেলা চলাকালীন এমন কিছুর আয়োজন করা গেলে সদস্য দেশের প্রতিনিধিরা মাঠে বসে খেলাটাও দেখতে পারবে। যা আদৌতে ক্রিকেটের জন্যই ভালো কিছু।

আর এমন পরামর্শের পরই আয়োজক হিসেবে দায়িত্ব নিতে রাজি হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমনটা বলছে দেশি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়