শিরোনাম
◈ অশ্রুতে ভাসছে উত্তরার আকাশ-বাতাস: নিহত বেড়ে ৩২, অনেকের অবস্থা আশঙ্কাজনক ◈ মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ◈ ইংরেজিতে সচিবালয় বানান করতে পারলে তোমাকে ছেড়ে দেব, শিক্ষার্থীকে ডিসি মাসুদ (ভিডিও) ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ৬ অজ্ঞাত মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ◈ নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত স্বজনেরা ◈ ভারত থেকে আজই আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম: বিবিসি বাংলা ◈ জাকেরের ফিফটি ও বোলারদের দাপটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ ◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন বন্ধ, ফলে উত্তরাঞ্চলে লোডশেডিং ◈ পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ০৪:১৫ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আই‌সি‌সি টেস্ট ক্রিকেটে দ্বি-স্তরের কাঠামো চালুর কথা ভাবছে

স্পোর্টস ডেস্ক : বাইশ গজের ক্রিকেটে বনেদী ফরম্যাটের নাম টেস্ট। ওয়ানডে, টি-টোয়েন্টি কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ভিড়েও আলাদাভাবে স্থান নিয়ে আছে ৫ দিনের এই খেলা। এবার টেস্ট ক্রিকেটে যুগান্তকারী পরিবর্তনের পথে হাঁটছে আইসিসি। দ্বি-স্তরের টেস্ট কাঠামো চালুর সম্ভাবনা যাচাইয়ে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে সংস্থাটি। -- যমুনা নিউজ

সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় দেয়া হয় এই প্রস্তাবনা। যেখানে ৯ দলের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কাঠামো বদলে ৬ দলের দুটি ডিভিশনের প্রস্তাব বিবেচনায় আনা হয়েছে। ৮ সদস্যের এই ওয়ার্কিং গ্রুপে নেতৃত্ব দেবেন আইসিসি’র প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্ত। চলতি বছরের শেষ নাগাদ প্রতিবেদন জমা দেবেন তারা। এই পরিবর্তন বাস্তবায়িত হলে ১৩৩ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি হবে অন্যতম বড় সংস্কার।

প্রস্তাব বাস্তবায়িত হলে ২০২৭ থেকে ২০২৯ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র থেকে কার্যকর হবে নতুন চক্র। প্রস্তাব অনুযায়ী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত এই তিন দেশ একে অপরের সাথে নিয়মিতভাবে খেলবে দ্বিপাক্ষিক সিরিজ। এতে সম্প্রচার স্বত্ব থেকে আয়ের পরিমাণ বাড়বে তাদের। 

এই কাঠামো ধনী তিন দেশের আধিপত্য আরও বাড়িয়ে দেবে বলে শঙ্কা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেটের।

বর্তমান র ্যাকিং অনুযায়ী বড় তিন দেশের সাথে প্রথম ডিভিশনে থাকবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আর বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, উইন্ডিজ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে খেলবে দ্বিতীয় ডিভিশনে। পাশাপাশি এই বিভাগের দলগুলোকে আর্থিক সহায়তা দেয়ার প্রস্তাবও রাখা হয়েছে।

উল্লেখ্য, ছোট দলগুলোর প্রতি বাড়তি নজর থাকছে ওয়ার্কিং গ্রুপের। এই কাঠামোর ফলে তারা যাতে ছিটকে না যায় সেটি বিবেচনায় রেখে নির্ধারণ করা হবে প্রোমোশন ও রেলিগেশন পদ্ধতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়