শিরোনাম
◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: এফ-৭ বিজিআই নিয়ে যে সব তথ্য জানা গেল ◈ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা, হতাহতের তথ্য গোপন করা হচ্ছে এ দাবি সঠিক নয় ◈ মাইল‌স্টোন ক‌লেজ ক‌্যাম্পা‌সে বিমান দুর্ঘটনায় মন কাঁদছে পাকিস্তানি ক্রিকেটারদের ◈ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ জাতীয় গ্রিডে বিপর্যয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের মধ্যে ৭ শিশুসহ আট জনের মরদেহ হস্তান্তর ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের সেবায় ডা. তাসনিম জারার ৭ পরামর্শ ◈ 'উত্তরা মাইলস্টোন কলেজ তৈরি করার সময় বাধা দেওয়া হয়েছিল' (ভিডিও) ◈ দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকার মৃত্যু ◈ রক্তের জন্য মাইকিং : বার্ন ইউনিটে কান্নায় ভারী পরিবেশ, স্বজনদের আহাজারি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৫, ১০:৫৬ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

১০৪ রানের বড় জয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিত‌লো বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ১০৪ রানের বড় জয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশিচত করে ফেললো আজিজুল হাকিম তামিমের দল। -- ডেই‌লি ক্রিকেট

বেনোনিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ বাংলাদেশের। ফিফটি হাঁকিয়েছে ওপেনার জাওয়াদ আবরার (৫৭), অধিনায়ক তামিম (৬৭) ও রিজান হোসেন (৫২)।

জবাবে ১৬১ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা যুব দল। স্বাগতিকদের অল্পতে থামানোর পথে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট স্বাধীন ইসলাম, আল ফাহাদ ও তামিমের।

আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ ৫৬ রানের জুটি গড়ে। ১৮ রান করে রিফাত আউট হলে ভাঙে জুটি। এরপর অধিনায়ক তামিমের সাথেও কিছু সময় ব্যাটিং করেছেন জাওয়াদ। ততক্ষণে অবশ্য তুলে নেন ফিফটি।

আগের ম্যাচেও ৭০ রান করা জাওয়াদ এ দিন থামেন ৫৩ বলে ৫৭ রান করে। এরপর রিজানকে নিয়ে তামিমের জুটি। দল পায় লড়াকু সংগ্রহের পথ।

৯০ বলে ৬৭ রান আসে তামিমের ব্যাটে। ৭১ বলে ৫২ রান করেন রিজান। শেষদিকে ২৫ রান আসে সামিউন বশিরের ব্যাটে। লক্ষ্য তারায় নেমে শুরু থেকেই বিপাকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা যুব দল। ৫১ রানেই হারায় ৫ উইকেট।

এক পাশ আগলে রেখে চেষ্টা করেছেন জেসন রোলস। তবে ৪৮ বলে ৫১ রান করে তিনিও ফিরে যান বাংলাদেশ কাপ্তান তামিমের বলে।

১০২ রানে ৫ উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি। লোয়ার মিডল অর্ডার মিলে কেবল হারের ব্যবধানটাই কমিয়েছে। ৩০.২ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়