শিরোনাম
◈ রেলওয়ে যন্ত্রাংশ কেনাকাটায় স্থবিরতা কাটেনি সিসিএস দপ্তরে ◈ যুদ্ধ থামাতেই চাইছে না ইসরায়েল, ইরানকে ছেড়ে এবার সি‌রিয়ায়, ভে‌ঙে দি‌লো সামরিক সদর দপ্তর ◈ যুক্তরাষ্ট্রে ভ্রমণে গিয়ে চুরি করে ধরা খেলেন ভারতীয় নারী! (ভিডিও) ◈ সৌদি আরবে মুদি দোকান ও কিয়স্কে তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ! ◈ দ্রুত ছড়িয়ে পড়ছে এই প্রাণঘাতী রোগ, কাজ করছে না ওষুধও ! নতুন সমীক্ষায় আশঙ্কা চরমে ◈ বাংলাভাষীদের টার্গেট করে অভিযানের ব্যাখ্যা চাইল কলকাতা হাইকোর্ট, কেন্দ্রকে হলফনামা জমার নির্দেশ ◈ অন্তরঙ্গ ভিডিও দেখিয়ে ব্ল‍্যাকমেইল করে টাকা নেন, চাঁদা না পেয়ে মোবাইল ছিনিয়ে নিয়েছিলেন সোহাগ ◈ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিবৃতি,গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি ◈ ৩০ বছর পর ফুটলো পদ্ম, ফিরে এল কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবিকার আশ্বাস ◈ গোপালগঞ্জে সংঘর্ষের পর সুনসান নীরবতা, কারফিউর মধ্যে থমথমে পরিস্থিতি

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ০৩:৪৩ দুপুর
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

গা‌ড়ি দুর্ঘটনায় ফৌজা সিং‌য়ের জীবনের দৌড় থামলো ১১৪ বছরে বয়সে

স্পোর্টস ডেস্ক : জীবনের দৌড় শেষ হলো। হলেন দৌড়বিদ ফৌজা সিং। মৃত্যুকালে বয়স হয়েছিল ১১৪ বছর। নিজের গ্রাম বিয়াসে একটি গাড়ি দুর্ঘটনায় তিনি প্রয়াত হয়েছেন বলে খবর। একাধিকবার ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিনি।

১৯১১ সালের ১ এপ্রিল জন্মগ্রহণ করেন ফৌজা। ছোটবেলা থেকেই তাঁর পা নিয়ে কিছু সমস্যা ছিল। অন্যদের তুলনায় তাঁর পা অনেকটা সরু ছিল বলে জানা যায়। যার কারণে অনেক বন্ধুরা তাঁকে নিয়ে মস্করা করতেন। বন্ধুমহলে ‘ডান্ডা’ বলে ডাকা হতো তাঁকে। -- এই সময়

শখেই ছোটবেলায় দৌড় প্র্যাকটিস করেন ফৌজা। দেশভাগের সময়ে তাঁর পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকে দৌড়ানো ছেড়ে দিতে হয় সংসারের হাল ধরতে।

১৯৯৪ সালে নিজের পঞ্চম পুত্র কুলদীপের মৃত্যুর পর খুবই শোকাহত হয়েছিলেন ফৌজা। দু’বছর আগেই তাঁর স্ত্রী প্রয়াত হয়েছিলেন। পরিজনদের মৃত্যু তাঁর জীবন বদলে দেয়। নিজের মানসিক অবস্থার বদল আনতে ফের দৌড় প্র্যাকটিস শুরু করেন। ৮৯ বছর বয়সে দৌড়ের ট্রেনিং নেওয়া শুরু করেন ফৌজা। ৯৩ বছর বয়সে ৬ ঘণ্টা ৫৭ মিনিটে ম্যারাথন দৌড় শেষ করেন। ১০০ বছর বয়সে ফৌজা সিং ৮ ঘণ্টা ১১ মিনিটে টরন্টো ওয়াটারফ্রন্ট ম্যারাথন সম্পন্ন করেন। তিনিও প্রথম ১০০ বছর বয়সের প্রতিযোগী যিনি ম্যারাথনে এই রেকর্ড করেন বলে দাবি করা হয়।

চণ্ডীগড়ের লেখক খুশবন্ত সিং ফৌজা সিং-এর জীবনের গল্প নিয়ে বই লেখেন। ‘পাগড়িওয়ালা টর্নেডো’ নামে সেই জীবনী প্রকাশ পায়। ফৌজার মৃত্যুর পর শোকপ্রকাশ করে পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া বলেন, ‘১১৪ বছর বয়সেও তিনি তার প্রাণশক্তি দিয়ে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। ২০২৪ সালের ডিসেম্বরে জলন্ধর জেলার তাঁর গ্রাম বিয়াস থেকে দুই দিনের ‘নেশা মুক্তি’ পদযাত্রায় ওঁর সঙ্গে আমার হাঁটার সৌভাগ্য হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়