শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ১০:২৯ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আয় বে‌ড়ে‌ছে ‌ক্রিকেটার বরুণ চক্রবর্তীর, দৈনিক পান ২৬ হাজার টাকা

স্পোর্টস ডেস্ক : আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স পুরো জীবনটাই বদলে দিয়েছে স্পিনার বরুন চক্রবর্তীর। জীবনের নানা বাঁকে নানা কিছু করেছেন পেশা হিসেবে। একটা সময় দৈনিক সর্বোচ্চ ৬০০ টা পারিশ্রমিক মিলতো। আর এখন অংকটা এক দিনেই ২৬ হাজার টাকা।

ভারতীয় স্পিনারের বর্তমান বয়স ৩৩। তবে ২৪-২৫ বছর বয়স পর্যন্ত একটি সংস্থায় চাকরি, গিটার শেখা, অভিনয় সহ বিভিন্ন কিছুতে থিতু হওয়ার চেষ্টা করেছেন।

সম্প্রতি ভারতীয় সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের সাথে আলাপে বরুণ জানিয়েছেন নিজের পুরোনো সেই সব দিনের কথা।

তিনি যেমনটা বলছিলেন, 'কলেজ শেষ করার পর দেড় বছর একটা সংস্থায় চাকরি করতাম। মাসে ১৪ হাজার টাকায় শুরু হয়েছিল। ছাড়ার সময় মাসে ১৮ হাজার টাকা করে পেতাম। তার পর কিছু দিন গিটার শিখেছিলাম। ৬-৮ মাস পর সেটাও বন্ধ করে দিয়েছিলাম। বেশি দিন কিছুই ভাল লাগত না। তখন আমার ২৪-২৫ বছর বয়স।'

'আমার কয়েক জন বন্ধু অভিনয়জগতের সঙ্গে যুক্ত। ওদের হাত ধরেই সেখানে যাই। কয়েকটা ছবিতে জুনিয়র আর্টিস্টের কাজ পাই। দিনে ৬০০ টাকা করে পেতাম। সহকারী পরিচালকের কাজ করেছি। কয়েকটা স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনাও করেছি। তবে কোনও দিনই বেশি টাকা রোজগার করতে পারিনি।'

তবে এখন আইপিএলের বদলৌতে বদলে গেছে জীবন। কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ অংশ হয়ে পড়া স্পিনার ভারতের জার্সিতে খেলে ফেলেছেন ৪ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি

অশ্বিনের কাছে এখনকার আয়ের কথা জানাতে গিয়ে বরুণ বললেন, 'দিনপ্রতি হিসাব করলে এখন আমার বেতন প্রায় ২৬ হাজার টাকা।'

এমনি অংকে দারুণ পটু অশ্বিন শতাংশের হিসেবে বরুণের আয় বাড়ার হিসাবটাও করে দিলেন দ্রুত। ভারতীয় সাবেক তারকা চট করে জানালেন আগের হিসেবে ৪২০০ শতাংশ আয় বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়