স্পোর্টস ডেস্ক : বীরেন্দর শেবাগ লম্বা সময় সেবা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলকে। বিরাট কোহলিদের সময়ও শেষের পথে। তবে প্রস্তুত হচ্ছে তাদের পরবর্তী প্রজন্ম।
ভারতীয় ক্রিকেটে উত্থানের অপেক্ষা শেবাগের ছেলে আর্যবীর শেবাগ ও কোহলির ভাতিজা আর্যবীর কোহলির। দিল্লি প্রিমিয়ার লিগের নিলামে আগামী ১৫ জুলাই দুজনেই থাকছেন। -- ডেইলি ক্রিকেট
দিল্লি প্রিমিয়ার লিগ খেলে আইপিএলের পথ সহজ হয়েছিলো অনেক ক্রিকেটারের। শেবাগ পুত্র ও কোহলির ভাতিজার জন্যও তেমন কিছু অপেক্ষা করছে কিনা সেটা সময় বলে দিবে।
বিরাট কোহলির বড় ভাই বিকাশ কোহলির ছেলে আর্যবীর কোহলি। ১৬ বছর বয়সী তরুণ করেন লেগ স্পিন। বিরাটের ছোটবেলার কোচ রাজ কুমার শর্মার অধীনেই গড়ে উঠছেন আর্যবীর।
এদিকে আর্যবীর শেবাগ বীরেন্দর শেবাগের বড় ছেলে। ১৭ বছর বয়সী আর্যবীর বাবার মতোই ব্যাটার। ইতোমধ্যে খেলে ফেলেছেন দিল্লি অনূর্ধ্ব-১৯ দলে। কুচবিহার ট্রফিতে তার নামের পাশে আছে ২৯৭ রানের ইনিংসও।