শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ০৬:৫১ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিয়ে করার প্রতিশ্রু‌তি দি‌য়ে  শারীরিক সম্পর্ক, মামলা হ‌লো ভারতীয় ক্রিকেটার যশ দয়া‌লের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক :  ক্রিকেটার যশ দয়া‌লের ভারতীয় জাতীয় দলে এখনও অভিষেক হয়নি। তবে আইপিএলের কল্যাণে পরিচিত মুখ বাঁহাতি এই পেসার। মাস খানেক আগেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম আইপিএল ট্রফি জিতেছেন। এরই মাঝে বিব্রতকর কাণ্ডে নাম জড়াল তার। এক তরুণী তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযাগ তুলেছেন। - এনডিটিভি

গাজিয়াবাদ এলাকার বাসিন্দা ওই তরুণী উত্তরপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনলাইন অভিযোগ পোর্টালের (আইজিআরএস) মাধ্যমে অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, গত পাঁচ বছর ধরে তিনি যশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং এই সময়ে তিনি মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে শোষণের শিকার হয়েছেন।
অভিযোগে ভুক্তভোগী ওই নারী জানান, ‘যশ দয়ালের সঙ্গে পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল তার। এই সময় তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবেগকে কাজে লাগিয়ে শারীরিক ও মানসিকভাবে শোষণ করেছেন। এমনকি বাদীকে নিজের পরিবারে স্ত্রী বলেও পরিচয় করিয়ে দেওয়া হয়, ফলে তার (দয়াল) ওপর পুরোপুরি আস্থা তৈরি হয়। পরে আমি জানতে পারি, তিনি অন্য নারীর সঙ্গেও একই ধরনের সম্পর্কে জড়িত।

মানসিক ও শারীরিকভাবে ব্যবহারের জন্য প্রতারণা করা হয়েছে অভিযোগ তুলে ভুক্তভোগী তরুণী আরও উল্লেখ করেন, ‘সম্পর্ক থাকাকালে বিবাদী (দয়াল) প্ররোচনা দিয়ে আর্থিকভাবে তার ওপর নির্ভরশীল ছিলেন। পরে জানা যায়, তিনি এভাবে অন্য নারীর সঙ্গেও সম্পর্ক চালিয়ে আসছেন। এই বিষয়ে পারস্পরিক কথোপকথন, স্ক্রিনশট, ভিডিও কল ও ছবি প্রমাণ হিসেবে যুক্ত করা হলো।’

এনডিটিভি জানিয়েছে, এই বছরের ১৪ জুন মহিলা ১৮১ মহিলা হেল্পলাইন নম্বরে ফোন করেন, তবে পুলিশের তরফ থেকে যথাযথ পদক্ষেপ না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানাতে বাধ্য হন। ইতোমধ্যে এই ঘটনা তদন্তে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে গাজিয়াবাদের সার্কেল অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে। এজন্য সময়সীমা বেধে দেওয়া হয়েছে ২১ জুলাই পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়