শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দ‌লের বা‌জে পারফর‌মেন্স আর শান্তর নেতৃত্ব ছাড়ার বিষয়ে বিসিবি হতাশ

স্পোর্টস ডেস্ক : দু‌টি কার‌ণে বাংলা‌দেশ ক্রিকেট বোর্ডের কর্তারা হতাশ, এক‌টি হ‌লো দ্বিতীয় টে‌স্টে লঙ্কান‌দের কা‌ছে ই‌নিংস ব‌্যবধা‌নে হার, অপর‌টি শান্তর হঠাৎ অ‌ধিনায়‌কের পদ ছে‌ড়ে দেওয়া, মোট কথা,  শ্রীলঙ্কার কাছে সিরিজের দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হার ছাপিয়ে আলোচনায় নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি। তবে ম্যাচ শেষেই বাঁহাতি এই ব্যাটার টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেবেন এমনটা ধারণা করেননি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাজমূল আবেদীন ফাহিম।

শনিবার কলম্বো টেস্টের চতুর্থ দিন শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শান্ত। বিষয়টি বিসিবিকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

তবে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের নেতৃত্ব ছাড়ার বিষয়টি নিয়ে বেশ আগে থেকেই গুঞ্জন ছিল। শ্রীলঙ্কা সফরের আগে আচমকাই তাকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি। সেই ক্ষোভ থেকেই তিনি সাদা পোশাকের দলের দায়িত্বও ছাড়তে চলেছেন বলে বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। তবে শান্তর দাবি, তিনি দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন।

টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে শান্তর আলোচনা হয়েছিল জানিয়ে  কলম্বোয় সাংবাদিকদের নাজমূল বলেন, “আমার ধারণা ছিল আরও পরে হবে (অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি)। আজকে হবে এটা আমি আশা করি নাই। তবে ওর সিদ্ধান্তটাকে আমি সম্মান জানাই। যেহেতু ও মনে করেছে আজকে এটা করতে চায়।

শুধু টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে ওর মধ্যে হয়তো আগ্রহ কম ছিল সে কারণে হয়তো এই সিদ্ধান্তটা নিয়েছে। কিছুটা বলার চেষ্টা করেছে, আমাদের আলোচনা হয়েছে। কিন্তু যেটা আমি বললাম, এই মুহূর্তে যে সিদ্ধান্তটা হবে এটা আমি আশা করিনি।”

শান্ত নেতৃত্ব না ছাড়লে ভালো হতো জানিয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান বলেন, “ওর নেতৃত্ব গুণ আমি কাছ থেকে দেখেছি। খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এবং সে ভালো একজন লিডার। কিন্তু সে যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আমি এটাকে সম্মান জানাই। আশা করবো যে, ও ব্যাটার হিসেবে ভালো খেলতে থাকবে। ও ক্যাপ্টেন না থাকলেও ওর যে নেতৃত্ব দেওয়ার গুণ রয়েছে, সে অবদানটা ও দলের জন্য রাখবে। আশা করি ও দলের পাশে থাকবে।

শান্তর সঙ্গে কোনো আলোচনা না করেই তাকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার হয় বলে গুঞ্জন আছে। তবে নাজমূলের দাবি, মিরাজকে দায়িত্ব দেওয়ার বিষয়টি সবার আগে শান্তকেই জানানো হয়।

“সিদ্ধান্তটা যখন প্রথমে বোর্ড থেকে নেওয়া হয়েছে প্রথমে শান্তর সঙ্গেই আলাপ করা হয়েছে যে, এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। ওর ভূমিকাটা কি থাকবে সেটাও ওকে বলা হয়েছে। তারপর দ্বিতীয় ব্যক্তিটি হলো মিরাজ যে, ওকে ওয়ানডে অধিনায়ক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়