শিরোনাম
◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ

প্রকাশিত : ২৩ জুন, ২০২৫, ০২:০৩ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ানডে দলে ফির‌লেন নাঈম, তাসকিন ও লিটন, নেই সৌম্য সরকার

নিজস্ব প্রতি‌বেদক : শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দীর্ঘদিন পর ৫০ ওভারের ফরম্যাটের দলে ফিরেছেন নাঈম শেখ। এছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

শুধু তাই নয়, বাজে ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া লিটন কুমার দাসও ফিরেছেন স্কোয়াডে। তবে দলে জায়গা হয়নি সৌম্য সরকারের।

সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন সৌম্য। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ডাক মারার পর আর সুযোগ পাননি টাইগার এ ওপেনার। সম্প্রতি চোট থেকে ফিরেছেন সৌম্য। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে বিবেচনা করেনি নির্বাচকরা। লঙ্কা সফরে না গেলেও গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সৌম্য।

এদিকে দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন নাঈম। ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলার পুরস্কার পেলেন বাঁহাতি এ ব্যাটার। সবশেষ এশিয়া কাপে খেলেছিলেন নাঈম। শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন নিজের শেষ ওয়ানডে ম্যাচ। এরপর আর জাতীয় দলে তাকে দেখা যায়নি। তবে দুই বছর পর আবারও দলে ফিরলেন নাঈম।

বাংলাদেশের ওয়ানডে দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়