শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দুর্দান্ত শান্ত, দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে গড়‌লেন ইতিহাস

স্পোর্টস ডেস্ক : থারিন্দু রত্নায়েকের ডেলিভারিটি রিভার্স সুইপে পয়েন্ট অঞ্চলের পেছন দিকে পাঠিয়ে ছুটে চললেন নাজমুল হোসেন শান্ত। সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন বাঁহাতি এই ব্যাটার। -- অলআউট স্পোর্টস

শনিবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শেষ দিন বাংলাদেশ অপেক্ষায় ছিল শান্তর সেঞ্চুরির জন্য। তার সেঞ্চুরি পূর্ণ হওয়ার খানিকবাদে ৬ উইকেটে ২৮৫ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। বাংলাদেশ অধিনায়ক অপরাজিত থাকেন ১২৫ রানে। ১৯৯ বলের ইনিংসটি সাজান ৯ চার ও ৩ ছক্কায়।

এর আগে প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৪৮ রান করেন শান্ত। ২০২৩ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো টেস্টে তিন অঙ্কের দেখা পান তিনি।

অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়া ছাড়াও প্রথম বাংলাদেশি হিসেবে একাধিক টেস্টে জোড়া শতক হাঁকানোর কীর্তি গড়েন শান্ত। এর আগে ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার এক টেস্টে জোড়া শতক হাঁকান তিনি। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথম ইনিংসে ১৪৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বপ্রথম এক টেস্টে দুই সেঞ্চুরি হাঁকান মুমিনুল হক। চট্টগ্রামে ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ ও ১০৫ রান করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়