শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ১২:৩৮ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের পদ্ধ‌তি অনুকরণ করতে চায় ভারত

স্পোর্টস ডেস্ক : দে‌শের ফুটব‌লে বেশ প‌রিবর্তন এ‌নে‌ছে বাংলা‌দেশ ফুটবল ফেডা‌রেশন, আর এটা সম্ভব হ‌য়ে‌ছে প্রবাসী খে‌লোয়াড়রা দ‌লের স‌ঙ্গে যুক্ত হওয়ায়, একের পর এক প্রবাসী ফুটবলারদের আগমনে বাংলাদেশের ফুটবলে নবজাগরণের হাওয়া লেগেছে। এবার বাংলাদেশের এই পদ্ধ‌তি অনুকরণ করতে চায় ভারত। সাধারণত ভারতীয় দলে প্রবাসী ফুটবলারদের জায়গা দেওয়া হয় না। তবে দলটির সাম্প্রতিক হতশ্রী পারফরম্যান্সের নিজেদের সে নিয়ম পাল্টাতে চায়। 

চ‌্যা‌নেল২৪ জানায়, দেশটির গণমাধ্যমে  সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, এবার থেকে প্রবাসী ভারতীয়দেরও জাতীয় দলের হয়ে খেলতে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে সরকারের কাছে। সেই আবেদন ভালোভাবে খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার।

ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট একাধিক সরকারি দপ্তরের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি নিয়ে আপাতত ইতিবাচক ইঙ্গিত মিলেছে। আমাদের হাতে অবশ্য কিছু নেই। কিন্তু শেষ পর্যন্ত সরকার আমাদের কথায় সায় দেবে, সেই নিয়ে আমরা আশাবাদী।

তবে প্রবাসী ভারতীয়রা জাতীয় দলের জার্সি গায়ে চড়ালেই যে রাতারাতি ভারতীয় ফুটবলের চেহারা পালটে যাবে, সেটা মনে করছেন না ওই ফেডারেশন কর্মকর্তা। তার কথায়, প্রবাসী ভারতীয়রা যদি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তাহলে প্রথম একাদশ গড়ার জন্য অনেক বিকল্প থাকে হাতে। তাছাড়াও এই ফুটবলাররা অনেক উন্নতমানের লিগে ক্লাব ফুটবল খেলে থাকেন। তাদের অভিজ্ঞতা, দক্ষতা থেকে সমৃদ্ধ হতে পারে ভারতীয় ফুটবল।

ভারতীয় ফুটবলে এখন চরম দুর্দিন চলছে। এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচ খেলে এখনো জয়শূন্য দলটি। প্রথম ম্যাচে বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর হংকংয়ের কাছে ০-১ ব্যবধানে হেরে গেছে ভারতীয়রা। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর সামাজিক মাধ্যমে ভারতীয় ফুটবল সমর্থকরা বাংলাদেশের মতো প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে খেলার সুযোগ করে দেওয়ার দাবি জানান। সে দাবি আমলে নিয়েই অবশেষে ভারত সরকারের সঙ্গে প্রবাসীদের খেলানোর ব্যাপারে যোগাযোগ শুরু করেছে এআইএফএফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়