শিরোনাম
◈ দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রিয়াজ ◈ শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি আইনে বড় পরিবর্তন আসছে ◈ অবৈধ পথে আমেরিকা পাড়ি: ফিরলেন কেবল হতাশা নিয়ে ◈ জরুরি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে ◈ গোপন বৈঠকে সরকার উৎখাতের ছক নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা-কর্মীদের, গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর ◈ ত্রিদেশীয় সিরিজে এবার হে‌রেই গে‌লো বাংলাদেশ ◈ নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব ২০ বাছাইয়ের জন্য বাংলা‌দেশ দল ঘোষণা ◈ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি জামায়াতসহ ২৯ রাজনৈতিক দল, ১১ দল অনুপস্থিত ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: জুলাইয়ে মৃত্যু ৪১ জন, আক্রান্ত ছাড়াল ১০ হাজার ◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

প্রকাশিত : ১৩ জুন, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট চ‌্যা‌ম্পিয়ন‌শিপ ফাইনাল জিত‌তে আফ্রিকাকে ২৮২ রানের লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা আ‌গের দিনই পেসারদের দাপটে  অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল। তৃতীয় দিনের শুরুতে আরেকটি উইকেট তুলে নিয়ে তাদের দ্রুত গুটিয়ে দেওয়ার পথেও ছিল তারা। তবে শেষ উইকেটে জশ হ্যাজেলউডকে নিয়ে মিচেল স্টার্কের অর্ধশত রানের জুটিতে বড় লিড পেয়েছে অজিরা। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে হলে ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলতে হবে টেম্বা বাভুমার দলকে। -- অলআউট স্পোর্টস

শুক্রবার লর্ডসে ফাইনালের তৃতীয় দিন ২১৮ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ২০৭ রানে। ফলে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮২ রান।

তবে লর্ডসের এই উইকেটে দক্ষিণ আফ্রিকার জন্য কাজটা মোটেও সহজ হবে না। টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া কাগিসো রাবাদার পেস তোপে প্রথম ইনিংসে অলআউট হয় ২১২ রানে। তবে প্রতিপক্ষকে অল্পতে আটকেও সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা। প্যাট কামিন্সের আগুন ঝরানো বোলিংয়ে তারা ১৩৮ রানে গুটিয়ে যায়।

৮ উইকেটে ১৪৪ রান নিয়ে দিনের খেলা শুরু বর্তমান চ্যাম্পিয়নরা দিনের তৃতীয় ওভারে হারায় ন্যাথান লায়নের উইকেট। ২ রান করা এই ব্যাটারকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন রাবাদা। তবে শেষ উইকেটে স্টার্ক ও হ্যাজেলউডের গুরুত্বপূর্ণ ৫৯ রানের জুটিতে আড়াইশ রানের লিড পার করে অস্ট্রেলিয়া।

আগের দিনের শেষ ওভারে জীবন পাওয়া স্টার্ক ক্যারিয়ারের একাদশ ফিফটি তুলে নেন ১৩১ বলে। মধ্যাহ্ন ভোজের বিরতির আগে এইডেন মারক্রামের বলে ১৭ রান করা হ্যাজেলউড আউট হলে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ৫৮ রানে অপরাজিত থাকেন স্টার্ক।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া রাবাদা এই ইনিংসে শিকার করেন ৪ উইকেট। এনগিডি নেন ৩ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়