শিরোনাম
◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত ◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ০৮:১৯ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গেট ভেঙে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা, সেনাবাহিনীর লাঠিচার্জ (ভিডিও)

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে সামনে রেখের সকাল থেকেই ঢাকার জাতীয় স্টেডিয়াম এলাকা লোকে লোকারণ্য। এর মধ্যে টিকিটধারী ফুটবলপ্রেমীরা সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া ম্যাচের বেশ আগেই গ্যালারিতে জায়গা করে নেন। তবে কিছু অতি উৎসাহী ফুটবল সমর্থক স্টেডিয়ামের গেট ভেঙে গ্যালারিতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী।

এর আগে গত ৪ জুন ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সময়ও গেট ভেঙে মাঠে প্রবেশের চেষ্টা করে একদল মানুষ। সেদিন গ্যালারির দেয়াল টপকে মূল মাঠে প্রবেশ করেন এক দর্শক। পরে অবশ্য ফুটবলারদের কাছাকাছি যাওয়ার আগেই তাকে আটক করে পুলিশ।

সেসময় মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। দেশের ফুটবলের নবজাগরণের সময় এ ধরনের ঘটনা অহেতুক বিপদ ডেকে আনতে পারে বলে মত দেন বিশ্লেষকরা।

সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের ম্যাচকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবু গেট ভেঙে গ্যালারিতে প্রবেশের চেষ্টা দেখা গেল। যদিও সেনাবাহিনীর হস্তক্ষেপে অতি উৎসাহী দর্শকদের পরে সরিয়ে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়