শিরোনাম
◈ রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ (ভিডিও) ◈ চাকরিজীবীদের বিক্ষোভ-আন্দোলনে চ্যালেঞ্জের মুখে সরকার? ◈ সচিব পদে বড় রদবদল ◈ মোহাম্মদপুরের ত্রাস এক্সেল বাবু গ্রেপ্তার ◈ সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা ◈ সরকার ও রাজনৈতিকদলগুলো দুই মেরুতে, কোন দিকে যাচ্ছে ক্ষমতার রাজনীতি ◈ প্রধান উপদেষ্টার জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ,  ১ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা আসবে  প্রত্যাশা করছি ◈ সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রুপরেখার সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ হয়েছে বিএনপি ◈ ‘এবারের হজযাত্রার এক অলৌকিক ঘটনা’ ◈ বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক, আনচেলত্তি ব্রা‌জি‌লের কোচ হিসা‌বে বছ‌রে বেতন পা‌বেন ১০৮ কো‌টি টাকা!

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ১০:১৬ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মুম্বাই ই‌ন্ডিয়ান্স‌কে হা‌রি‌য়ে  আই‌পিএ‌লের কোয়ালিফায়ারে পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক : পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচে যারা জিতবে তারাই পয়েন্ট টেবিলের সেরা ‍দুইয়ে থেকে শেষ করবে। এমন সমীকরণের ম্যাচে সূর্যকুমার যাদবের হাফ সেঞ্চুরির পাশাপাশি বাকিদের‌ ছোট ছোট ইনিংসে ১৮৪ রান তোলে মুম্বাই। ব্যাটিংয়ের জন্য উইকেট একেবারে সহজ ছিল সেটা প্রমাণ করেছেন মুম্বাইয়ের ব্যাটাররা। প্রাভসিমরান সিং ও প্রিয়ানশ আরিয়ারের ব্যাটেও অবশ্য এমন কিছুরই আভাস মেলে। তবে সময় যত বেড়েছে উইকেটের আচরণ যেন ততই বদলে গেছে। -- ক্রিক‌ফ্রেঞ্জি

প্রাভসিমরান ফেরার পর মুম্বাইয়ের বোলারদের বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়েছেন প্রিয়ানশ ও জশ ইংলিস। তাদের দুজনের হাফ সেঞ্চুরিতেই জয়ের ভিত পায় পাঞ্জাব। পঞ্চাশ ছোঁয়ার পর প্রিয়ানশ ও ইংলিস ফিরলেও পাঞ্জাবের জয় পেতে বেগ পেতে হয়নি। ট্রেন্ট বোল্টকে ছক্কা মেরে পাঞ্জাবের ৭ উইকেটের জয় নিশ্চিত করেন শ্রেয়াস আইয়ার। পাশাপাশি ১৯ পয়েন্ট নিয়ে সেরা দুইয়ে থেকে প্রথম কোয়ালিফায়ারও নিশ্চিত করেছে তারা। পাঞ্জাবের বিপক্ষে জিততে না পারায় এলিমিনেটর খেলতে হবে মুম্বাইকে।

জয়পুরে ১৮৪ রান তাড়ায় সাবধানী ব্যাটিংয়ে শুরু করেন প্রাভসিমরান ও প্রিয়ানশ। যদিও ট্রেন্ট বোল্ট, দীপক চাহারদের বিপক্ষে প্রত্যাশিত রান তুলতে পারছিলেন না তারা ‍দুজন। পুরো আইপিএল জুড়ে দারুণ ছন্দে থাকলেও মুম্বাইয়ের বিপক্ষে সুবিধা করে উঠতে পারছিলেন না প্রাভসিমরান। চাপে পড়ে দ্রুত রান তোলার চেষ্টা করেন তিনি। প্রতিপক্ষের বোলারদের আক্রমণ করতে গিয়ে জসপ্রিত বুমরাহকে উইকেট দিয়েছেন ডানহাতি এই ওপেনার।

বুমরাহর অফ কাটারে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় থার্ডম্যানে আশিনী কুমারের হাতে ক্যাচ দিয়েছেন ১৬ বলে ১৩ রান করা প্রাভসিমরান। ডানহাতি ব্যাটার আউট হওয়ার পর দারুণ এক জুটি গড়ে তোলেন প্রিয়ানশ ও ইংলিস। তাদের দুজনের ব্যাটের সামনে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি মুম্বাইয়ের বোলাররা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ক্রিকেট খেলতে থাকেন ইংলিস। মাত্র ২৯ বলে হাফ সেঞ্চুরিও পেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার।

একটু পর পঞ্চাশ ছুঁয়েছেন প্রিয়ানশও। হার্দিক পান্ডিয়াকে ছক্কা মেরে ২৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। যদিও হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি এই ওপেনার। মিচেল স্যান্টনারের অফ স্টাম্পের বাইরের বলে ওয়াইড লং অফের উপর দিয়ে খেলতে গিয়ে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়েছেন ৯ চার ও দুই ছক্কায় ৩৫ বলে ৬২ রানের ইনিংস খেলা প্রিয়ানশ। ভারতীয় তরুণ ফিরলেও নিজের স্বাভাবিক ব্যাটিং করতে থাকেন ইংলিস।

অস্ট্রেলিয়ান ব্যাটারকে তখন সঙ্গে দিতে থাকেন আইয়ার। তারা দুজনে মিলে যোগ করেন ২৮ রান। তবে ম্যাচ শেষ না করেই ফেরেন ইংলিস। স্যান্টনারকে চার মারার পরের বলে ফাইন লেগ দিয়ে স্কুপ করার চেষ্টায় লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে ইংলিসকে ফেরায় মুম্বাই। আউট হওয়ার আগে ৯ চারও ৩ ছক্কায় ৪২ বলে ৭৩ রান করেছেন ইংলিস। পরবর্তীতে পাঞ্জাবের জয় নিশ্চিত করেন আইয়ার এবং নেহাল ওয়াদেরা।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে রায়ান রিকেলটন ও রোহিত শর্মার ব্যাটে ভালো শুরু পায় মুম্বাই। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ৪৫ রান। সাউথ আফ্রিকায় ফেরার আগে ২৭ রান করা রিকেলটন আউট হলে ভাঙে জুটি। দেখেশুনে ব্যাটিং করলেও খুব বেশি দূর যেতে পারেননি রোহিত। ২১ বলে ২৪ রান করে আউট হয়েছেন হারপ্রীত ব্রারের বলে নেহাল ওয়াদেরাকে ক্যাচ দিয়ে। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি তিলক ভার্মা।

বিজয়কুমার বৈশাখের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে থার্ডম্যানে আর্শদীপকে ক্যাচ দিয়েছেন। ভালো শুরু পাওয়া উইল জ্যাকস আউট হয়েছেন ১৭ রানে, বিজয়কুমারের বলে। শেষের দিকে হার্দিক ১৫ বলে ২৬ ও নামান ধীর করেছেন ১২ বলে ২০ রান। তবে মুম্বাইয়ের সেরা ব্যাটার ছিলেন সূর্যকুমার।

ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৩৯ বলে ৫৭ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। মুম্বাইয়ের ১৮৪ রানের পুঁজির দিনে পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বিজয়কুমার, মার্কো জানসেন ও আর্শদীপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়