শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ১২:২৩ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুকা ম‌দ্রিচ ক্লাব বিশ্বকাপে খেলবেন

স্পোর্টস ডেস্ক : আগামী ১৫ জুন থেকে ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ মাঠে গড়াবে। ‘এইচ’ গ্রুপে থাকা রিয়ালের তিন প্রতিপক্ষ আল হিলাল, পাচুয়া ও রেড বুল সালসবুর্গ। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৩ জুলাই। মদ্রিচ ওই আসরে খেলবেন। গতকাল সোসিয়েদাদ ম্যাচ শেষে মদ্রিচই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি সেখানে থাকব। সেটা হবে রিয়ালের সঙ্গে আমার শেষ নৃত্য... আমরা যুক্তরাষ্ট্রে যাব ট্রফি জিততে।

গত বৃহস্পতিবার (২২ মে) রিয়ালের সঙ্গে ১৩ বছরের লম্বা যাত্রা শেষ করার ঘোষণা দেন মদ্রিচ। ইনস্টাগ্রামে বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, আমার সতীর্থ, কোচ এবং এত বছর ধরে আমাকে যারা সমর্থন করেছেন তাদের সবাইকে। বছরের পর বছর ধরে আমি অবিশ্বাস্য মুহূর্ত, অসম্ভব বলে মনে হওয়া প্রত্যাবর্তন, ফাইনাল, উদ্‌যাপন এবং বার্নাব্যুতে জাদুকরী রাতের অভিজ্ঞতা অর্জন করেছি... আমরা সবকিছু জিতেছি এবং আমি সত্যিই খুশি ছিলাম। খুব, খুব খুশি।

মদ্রিচ টটেনহ্যাম থেকে ২০১২ সালে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন। পরবর্তী ১৩ বছরে সাদা জার্সিতে অনেক গল্প লিখেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ৬টি ট্রফি জেতা ফুটবলারের পাঁচজনের একজন তিনি। অন্য চারজনের মধ্যে তিনজনের (নাচো ফার্নান্দেজ, দানি কারভাহালও প্যাকো গেন্তো) সব কটি শিরোপাই রিয়ালের হয়ে, বায়ার্ন মিউনিখের হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা টনি ক্রুস রিয়ালের হয়ে জিতেছেন ৫টি।

১৩ বছরে রিয়ালের হয়ে মদ্রিচ খেলেছেন ৫৯১ ম্যাচ। ৪৩ গোলের পাশাপাশি তিনি করেছেন ৯৫টি অ্যাসিস্ট। এই যাত্রায় ৬টি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ৫টি সুপারকোপা, ৫টি সুপার কাপ, ৫টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ৪টি লা লিগা, ২টি কোপা দেল রে ও একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়