শিরোনাম
◈ সালাহউদ্দিন আহমেদকে নিয়ে যে পোস্ট দিলেন প্রেসসচিব ◈ পর্দার আড়ালে যা ঘটেছে! ◈ চরম গরমে স্বস্তি আনতে হজ রুটে ঠান্ডা ও রাবারযুক্ত রাস্তা চালু করলো সৌদি আরব ◈ মেসি জাদুতে হার এড়ালো ইন্টার মায়ামি ◈ সরকারি চাকরি অধ্যাদেশের প্রতিবাদে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কালাকানুন বাতিলের দাবি ◈ ভারত, পাকিস্তান, ইরান এমনকি চীনের কাছে যে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তালেবান! ◈ চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট ৪১ হাজার ছাড়াল, শুল্কায়ন বন্ধে স্থবির আমদানি-রফতানি কার্যক্রম ◈ অনিয়ন্ত্রিত জীবনযাপনের ভিডিও ভাইরাল. পুনরায় দলে ফিরলেন চট্টগ্রামে নারী সমন্বয়ক লিজা ◈ লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিক্রি হতো নকল ডায়াবেটিসের ওষুধ! ◈ দেড় ঘণ্টা অপেক্ষা করেও সাংবাদিক ৫ জন, স্থগিত হল ফারুকীর সংবাদ সম্মেলন

প্রকাশিত : ২৫ মে, ২০২৫, ১২:২৩ রাত
আপডেট : ২৫ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামজাদের স্বপ্নভঙ্গ, প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ড

হামজা চৌধুরীর মুল ক্লাব লেস্টার সিটি প্রিমিয়ার লিগ থেকে নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশের মিডফিল্ডার বর্তমানে ধারে যে ক্লাবে খেলছেন, সেই শেফিল্ড ইউনাইটেডও চ্যাম্পিয়নশিপেই থাকছে। শেষ সময়ের গোলে তাদেরকে হারিয়ে প্রিমিয়ার লিগে জায়গা করে নিল সান্ডারল্যান্ড।

শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে চলতি মৌসুমের চ্যাম্পিয়নশিপ প্লে-অফের রোমাঞ্চকর ফাইনালে ২-১ গোলে হেরেছে শেফিল্ড। তাদের স্বপ্নভঙ্গ করে আট মৌসুম পর ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে ফিরেছে সান্ডারল্যান্ড।

প্রথমার্ধের ২৫তম মিনিটে টাইরিস ক‍্যাম্পবেলের গোলে এগিয়ে যায় শেফিল্ড। এই লিড তারা ধরে রাখে লম্বা সময় পর্যন্ত। মাঝে ৩৪তম মিনিটে হ্যারিসন বারোজের গোল অফসাইডের কারণে ভিএআর বাতিল না করলে ব্যবধান দ্বিগুণ হতে পারত দলটির।

তবে শেষদিকে ঘুরে যায় ম্যাচের মোড়। ৭৬তম মিনিটে সমতা টানেন এলিজার মায়েন্দা। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে টম ওয়াটসন খুঁজে নেন জাল। ফলে হামজাদের ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরেই রেখে আগামী মৌসুমের প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছে সান্ডারল‍্যান্ড।

এর আগে সরাসরি প্রিমিয়ার লিগ নিশ্চিত করেছে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল লিডস ইউনাইটেড ও বার্নলি। ৪৬ ম্যাচে উভয়েরই অর্জন ঠিক ১০০ পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় লিডসের অবস্থান একে ও বার্নলি দুইয়ে।

চ্যাম্পিয়নশিপে ৯০ পয়েন্ট নিয়ে শেফিল্ড তৃতীয় ও ৭৬ পয়েন্ট নিয়ে সান্ডারল‍্যান্ড চতুর্থ হয়। এরপর প্লে-অফের দুই লেগের সেমিফাইনালে শেফিল্ড ব্রিস্টল সিটিকে ও সান্ডারল্যান্ড কভেন্ট্রি সিটিকে হারিয়ে ওঠে ফাইনালে। কিন্তু সেখানে সান্ডারল‍্যান্ডের সঙ্গে আর পেরে উঠল না শেফিল্ড।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়