শিরোনাম
◈ মেঘের গর্জনে মৃত্যুর ছায়া: দেড় মাসে ৪০ জনের মৃত্যু, এত বজ্রাঘাতের কারণ কী  ◈ ডলারের দাম বৃদ্ধি, আরও দুর্বল হলো টাকা ◈ ১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ◈ এখন পর্যন্ত কত টাকার সম্পদ জব্দ করেছে সরকার, জানালেন প্রেস সচিব ◈ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা ঢাকাসহ ১৪ জেলায়, সতর্ক সংকেত ◈ ডিএসসিসি মেয়রের দায়িত্ব নিয়ে উত্তাল নগর ভবন, মুখ খুললেন ইশরাক হোসেন ◈ বিশ্বব্যাপী ভারতের সর্বদলীয় কূটনৈতিক যুদ্ধ ◈ লুটপাটের অর্থ জনকল্যাণে ব্যবহারে বিশেষ তহবিল গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে: উপদেষ্টা আসিফ ◈ বিমানের চাকা খুলে পড়ার কারণ ‘বিয়ারিং ফেইলিওর’: তদন্তে দু’টি কমিটি গঠন

প্রকাশিত : ১৯ মে, ২০২৫, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পিএসএ‌লে পেশোয়ারকে হারিয়ে প্লে-অফে সাকিবের লাহোর কালান্দার্স

স্পোর্টস ডেস্ক : পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের ম্যাচে যারা হারবে তারাই বিদায় নেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসর থেকে। এমন সমীকরণের ম্যাচে লাহোরের জার্সিতে অভিষেক হয় সাকিব আল হাসানের। ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাটিংয়ে আলো ছড়াতে পারেননি তিনি। ইনিংসের শেষের দিকে ব্যাটিংয়ে নেমে আহমেদ দানিয়ালকে স্কুপ করতে গিয়ে গোল্ডেন ডাক মেরেছেন তারকা এই অলরাউন্ডার। বোলিংয়েও দিনটা ভালো যায়নি সাকিবের।

ইনিংসের পঞ্চম ওভারে বোলিং করতে এসে মাত্র ৫ রান দিয়েছেন বাংলাদেশের এই স্পিনার। নিজের দ্বিতীয় ওভারে দুই ছক্কায় সাকিব খরচ করেছেন ১৪ রান। সবমিলিয়ে ২ ওভারে ১৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। -- ক্রিক‌ফ্রেঞ্জি

 সাকিবের এমন মলিন দিনেও জয় পেয়েছে লাহোর। আগে ব্যাটিং করে ফখর জামানের হাফ সেঞ্চুরিতে ১৪৯ রান তোলে তারা। বৃষ্টিবিঘ্নিত দিনে ১৩ ওভারে দেড়শ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস ও বাবর আজমরা। পেশোয়ারকে ২৬ রানে হারিয়ে পিএসএলের সেরা চারে জায়গা করে নিয়েছে লাহোর।

রাওয়ালপিন্ডিতে জয়ের জন্য ১৪৯ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি পেশাওয়ারের। ইনিংসের দ্বিতীয় ওভারে আইয়ুবের উইকেট হারায় তারা। সালমান মির্জার বলে হিট উইকেট হয়ে ফিরেছেন ৮ রান করা এই ব্যাটার। আরেক ওপেনার মোহাম্মদ হারিসও। সালমানের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি। পরের বলে ম্যাক্স ব্রাউন্টের উইকেটও নিয়েছেন বাঁহাতি এই পেসার। হারিসের মতো প্রায় একইভাবে বোল্ড হয়েছেন তিনি।

পাওয়ার প্লে শেষে ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে আনা হয় সাকিবকে। নিজের করা প্রথম ওভারে মাত্র ৫ রান দিয়েছেন বাংলাদেশের এই স্পিনার। পরের ওভারে বোলিংয়ে এসে বাবরকে ফেরান সিকান্দার রাজা। ডানহাতি অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে কভারের উপর দিয়ে ছক্কা মারতে গিয়ে আব্দুল্লাহ শফিকের হাতে ক্যাচ দিয়েছেন ১৬ রান করা বাবর। একটু পর মাজ সাদাকাতকে আউট করেছেন হারিস রউফ।

ডানহাতি পেসারের স্লোয়ার ডেলিভারিতে ডিপ উইকেটের উপর দিয়ে খেলার চেষ্টায় মুহাম্মদ নাইমের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। পরের ওভারে বোলিংয়ে এসে দারুণ এক ডেলিভারিতে আব্দুল সামাদকে বোল্ড করেছেন শাহীন আফ্রিদি। একই ওভারে ফিরিয়েছেন লুক উডকেও। ইনিংসের দশম ওভারে আবারও বোলিংয়ে আনা হয় সাকিবকে। সেই ওভারে বাঁহাতি স্পিনারকে দুই ছক্কা মেরেছেন দানিয়াল।

যদিও বাকি চার বলে মাত্র ১ রান নিতে পেরেছেন তিনি। সবমিলিয়ে সেই ওভারে ১৩ রান দিয়েছেন সাকিব। ২ ওভারে ১৮ রান খরচা করেছেন বাংলাদেশের এই স্পিনার। পরের ওভারে দারুণ এক ডেলিভারিতে দানিয়ালকে বোল্ড করেছেন সালমান। বাঁহাতি পেসার ৩ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। শেষ পর্যন্ত ১২৩ রানে থামে পেশোয়ার। সালমানের চারটির সঙ্গে শাহীন আফ্রিদি দুটি উইকেট নিয়েছেন।

আগে টস হেরে ব্যাটিংয়ে লাহোরকে দারুণ শুরু এনে দেন নাইম ও ফখর। তাদের দুজনের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে লাহোর। ইনিংসের চতুর্থ ও পাওয়ার প্লের শেষ ওভারে নিজেদের প্রথম উইকেট হারায় তারা। ড্যানিয়েল শামসের স্লোয়ার ডেলিভারিতে ডিপ মিড উইকেটের উপর দিয়ে খেলার চেষ্টায় সামাদের হাতে ক্যাচ দিয়েছেন নাইম। তিন চার ও এক ছক্কায় মাত্র ১০ বলে ২২ রান করেছেন ডানহাতি এই ওপেনার। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার ফখর।

তিনে নেমে সুবিধা করতে পারেননি আব্দুল্লাহ শফিক। ৪ বলে ৫ রান করে আউট হয়েছেন আলী রাজার বলে। পরবর্তীতে জুটি গড়ে তোলার চেষ্টা করেন পেরেরা ও ফখর। দলের রান একশ পেরিয়ে যাওয়ার পর তাদের জুটি ভাঙে রান আউটে। লাহোরের হয়ে নিজের অভিষেক ম্যাচে ৮ বলে ১৭ রান করেছেন পেরেরা। সিকান্দার রাজাও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। আলী রাজার অফ স্টাম্পের বাইরের লাফিয়ে ওঠা ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন রাজা।

নিজের খেলা প্রথম দুই বলে দুই ছক্কা মারা আসিফ আলী আউট হয়েছেন ১৮ রানে। পরের ওভারে আউট হয়েছেন সাকিব। ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা বাঁহাতি এই ব্যাটার আহমেদ দানিয়ালের স্লোয়ার ডেলিভারিতে স্কুপ করতে গিয়ে গোল্ডেন ডাক মেরেছেন। পরের ওভারে ফিরেছেন ৩৬ বলে ৬০ রানের ইনিংস খেলা ফখর। শেষ পর্যন্ত ১৩ ওভারে ১৪৯ রানের পুঁজি পেয়েছে লাহোর। পেশোয়ারের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন স্যামস, আলী রাজা ও দানিয়াল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়