শিরোনাম
◈ মূল্যস্ফীতির লাগাম টানতে কড়াকড়ি, বিনিয়োগ বাড়াতে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ ব্যাংক ◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএল: মুস্তা‌ফিজ‌কে দলে নি‌য়ে ভারতীয়দের বিতর্কের মুখে দিল্লি ক‌্যা‌পিটালস

স্পোর্টস ডেস্ক : আই‌পিএ‌লের শেষদিকে এসে মুস্তাফিজুর রহমানকে দলে নি‌য়ে‌ছে দিল্লি ক্যাপিটালস। মাত্র তিনটি ম্যাচের জন্য ৬ কোটি রুপিতে তাকে দলে ভেড়ানোয় শুরু হয়েছে সমালোচনার ঝড়। আইপিএলের প্লে-অফের দৌড়ে টিকে থাকতে দিল্লি এই সিদ্ধান্ত নিলেও, ভারতীয় সমর্থকদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভারত-পাকিস্তান সংঘাতের জেরে এক সপ্তাহ বন্ধ থাকার পর ১৭ মে আবার শুরু হচ্ছে আইপিএল।

তবে বিরতির এই সময়ের মধ্যে বেশ কিছু বিদেশি ক্রিকেটার আর ভারতে ফিরতে আগ্রহ দেখাননি। ফলে বিকল্প ব্যবস্থা হিসেবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফ্র্যাঞ্চাইজিগুলোকে অস্থায়ী বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিয়েছে।
এই সুযোগেই দিল্লি ক্যাপিটালস নিজেদের স্কোয়াডে যুক্ত করেছে মোস্তাফিজকে। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ভারতে না ফেরায় তার পরিবর্তেই মোস্তাফিজকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

কিন্তু এই সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি অনেক ভারতীয় ভক্ত। কেউ কেউ দিল্লির ম্যাচ বয়কটের আহ্বানও জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এতটাই তীব্র প্রতিক্রিয়া এসেছে যে, অনেকে বিসিসিআই’র দিকেও প্রশ্ন তুলেছেন। এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল থেকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে কিছু অংশের সমর্থকদের কাছ থেকে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি এই বিরূপ মনোভাব তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গেল আগস্ট থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অনেকটাই ঠান্ডা। আগস্টে রোহিত শর্মাদের বাংলাদেশ সফর হওয়ার কথা থাকলেও সেটি এখন অনিশ্চয়তায়। এর প্রভাব পড়ছে ক্রিকেটেও।

এদিকে মোস্তাফিজ এখনও নিশ্চিত নন দিল্লির হয়ে মাঠে নামতে পারবেন কি না। আইপিএলে খেলার জন্য তিনি ইতোমধ্যে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র (NOC) চেয়েছেন। বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অনুমতি পেলে তিনি আরব আমিরাত থেকে সরাসরি আইপিএলে যোগ দিতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়