শিরোনাম
◈ পাকিস্তানের যে বিমান ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে! ◈ ভারতের আগ্রাসী আচরণ এবং উস্কানিমূলক বিবৃতি’! নিরাপত্তা পরিষদে নয়াদিল্লির বিরুদ্ধে নালিশ জানাচ্ছে পাকিস্তান ◈ স্প‌্যা‌নিশ লিগ, অ‌নেক ঘাম ফে‌লে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ পা‌কিস্তান সুপার লি‌গে রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচ হারল লাহোর ◈ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ করলো হেফাজত ◈ মুসলিমদের পক্ষে কথা বলায় ব্যাপক অপমানের শিকার স্বামী হারানো সেই হিমাংশী! ◈ গত ১৬ বছরেও ২০০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়নি, অথচ মাত্র কয়েক মাসে ২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, এটা কীভাবে সম্ভব: মাহফুজ আনাম ◈ বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ১৬টি ব্যাটালিয়ন ও ২ হেডকোয়ার্টার করবে বিএসএফ ◈ বাজেট ২০২৫-২৬: আকার কমিয়ে মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টা ◈ মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা ইতালির সঙ্গে

প্রকাশিত : ০১ মে, ২০২৫, ০১:২৭ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায়

স্পোর্টস ডেস্ক: সৌ‌দি আর‌বের ক্লাব আল নাসর বিদায় নি‌লো এএফ‌সি চ‌্যা‌ম্পিয়ন্স লিগের সে‌মিফাইনাল থে‌কে। জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্তালের বিপক্ষে ৩-২ গোলে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে সৌদি ক্লাবটির।

বুধবার (৩০ এপ্রিল) রাতে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আল নাসর। বল দখল ও আক্রমণে আধিপত্য করলেও গোলের দেখা পেতে সংগ্রাম করতে হয় তাদের।

ম্যাচের ১০ মিনিটেই দুর্দান্ত ভলিতে ফ্রন্তালেকে এগিয়ে দেন তাতসুয়ে। ২৮তম মিনিটে সাদিও মানের গোলে সমতায় ফেরে আল নাসর। ছয় মিনিট পরই রোনালদোর একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসায় গোলবঞ্চিত হয় দলটি।
প্রথমার্ধের শেষ দিকে ইউতো ওজেকির গোলে আবার এগিয়ে যায় কাওয়াসাকি ফ্রন্তালে। দ্বিতীয়ার্ধে ৭৬তম মিনিটে আকিহিরোর গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে আইমান ইয়াহইয়ার দূরপাল্লার শটে এক গোল শোধ করলেও শেষ রক্ষা হয়নি।

চাপ বাড়িয়েও শেষ মুহূর্তে বড় একটি সুযোগ নষ্ট করেন রোনালদো। খালি পোস্ট পেয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। চোখেমুখে হতাশা নিয়ে মাঠ ছাড়েন তিনি।

এই হারে আল নাসরের সঙ্গে রোনালদোর বড় শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। সৌদি প্রো লিগেও শিরোপা জয়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তারা এখনো তৃতীয় স্থানে, শীর্ষে থাকা আল-ইত্তিহাদের চেয়ে পিছিয়ে ৮ পয়েন্ট।

২০২৩ সালে আল নাসরে যোগ দিয়েই আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন রোনালদো, তবে সেটি অফিসিয়াল শিরোপা নয়। ফলে এখনো আল নাসর অধ্যায়ে বড় অর্জন অধরাই থেকে যাচ্ছে এই পর্তুগিজ তারকার জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়