শিরোনাম
◈ পাকিস্তানের যে বিমান ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে! ◈ ভারতের আগ্রাসী আচরণ এবং উস্কানিমূলক বিবৃতি’! নিরাপত্তা পরিষদে নয়াদিল্লির বিরুদ্ধে নালিশ জানাচ্ছে পাকিস্তান ◈ স্প‌্যা‌নিশ লিগ, অ‌নেক ঘাম ফে‌লে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ পা‌কিস্তান সুপার লি‌গে রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচ হারল লাহোর ◈ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ করলো হেফাজত ◈ মুসলিমদের পক্ষে কথা বলায় ব্যাপক অপমানের শিকার স্বামী হারানো সেই হিমাংশী! ◈ গত ১৬ বছরেও ২০০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়নি, অথচ মাত্র কয়েক মাসে ২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, এটা কীভাবে সম্ভব: মাহফুজ আনাম ◈ বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ১৬টি ব্যাটালিয়ন ও ২ হেডকোয়ার্টার করবে বিএসএফ ◈ বাজেট ২০২৫-২৬: আকার কমিয়ে মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টা ◈ মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা ইতালির সঙ্গে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০২:৩৮ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টটেনহ্যামকে গোলবন্যায় ভাসিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো লিভারপুল

টটেনহ্যাম হটস্পারকে গোল বন্যায় ভাসিয়ে চার ম্যাচ হাতে রেখে এ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা জিতলো লিভারপুল।

রোববার (২৭ এপ্রিল) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে অলরেডরা।

 মাত্র এক পয়েন্ট পেলেই রেকর্ড ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হতো লিভারপুলের। তবে কোনো সংশয় রাখেনি অলরেডরা। অ্যানফিল্ডে টটেনহাম হটস্পারকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করেছে তারা। আর এর মাধ্যমেই ৪ ম্যাচ হাতে রেখে এ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুললো দলটি।
 
 ম্যাচের শুরুতে কিছুটা ধাক্কা খেয়েছিল লিভারপুল। ডমিনিক সোলাঙ্কের হেড থেকে এগিয়ে যায় টটেনহাম। কিন্তু গোল হজমের মাত্র চার মিনিটের মাথায় লুইস দিয়াজ সমতায় ফেরান অলরেডদের। এরপর অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। বিরতির আগে ব্যবধান বাড়িয়ে তোলেন কডি গাকপো, করেন দলের তৃতীয় গোল।
 
দ্বিতীয়ার্ধে লিভারপুলের দাপট ছিল আরও বেশি। ৬৩ মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের পাস ধরে ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে জাল কাঁপান মোহাম্মদ সালাহ। এটি চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে তার ২৮তম গোল, শীর্ষ গোলদাতার আসনে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন তিনি। একই সঙ্গে ১৮৫তম গোল করে প্রিমিয়ার লিগের সর্বকালের শীর্ষ গোলদাতাদের তালিকায় সার্জিও আগুয়েরোকে টপকে পঞ্চম স্থানে উঠে এলেন মিশরীয় তারকা।
 
খেলার ৬৯তম মিনিটে আবারও গোলের দেখা পায় লিভারপুল। আলেক্সান্ডার-আর্নল্ডের বাড়ানো ক্রস সালাহর কাছে পৌঁছানোর আগেই নিজেদের জালে বল পাঠিয়ে বসেন টটেনহাম ডিফেন্ডার উডোগি। এই আত্মঘাতী গোলেই ৫-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়