শিরোনাম
◈ দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রিয়াজ ◈ শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি আইনে বড় পরিবর্তন আসছে ◈ অবৈধ পথে আমেরিকা পাড়ি: ফিরলেন কেবল হতাশা নিয়ে ◈ জরুরি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে ◈ গোপন বৈঠকে সরকার উৎখাতের ছক নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা-কর্মীদের, গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর ◈ ত্রিদেশীয় সিরিজে এবার হে‌রেই গে‌লো বাংলাদেশ ◈ নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব ২০ বাছাইয়ের জন্য বাংলা‌দেশ দল ঘোষণা ◈ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি জামায়াতসহ ২৯ রাজনৈতিক দল, ১১ দল অনুপস্থিত ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: জুলাইয়ে মৃত্যু ৪১ জন, আক্রান্ত ছাড়াল ১০ হাজার ◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৩৬ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল্যান্ড এ’ দলের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের স্কোয়াড ঘোষণা, দ‌লে আস‌লেন মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বাংলা‌দেশ ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ড এ’ দলের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য জাতীয় দলের হয়ে খেলা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে। দলে জায়গা পেয়েছেন ২৩০টি আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন পেসার মুস্তাফিজুর রহমান। এছাড়াও দলে আছেন সদ্য টেস্ট দলে ডাক পাওয়া এনামুল হক বিজয় ও এক সময়ে জাতীয় দলের নিয়মিত মুখ পেসার শরিফুল ইসলাম।

আগামী মাসে শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে শনিবার ১৫ সদস্যের ‘এ’ দল ঘোষণা করা হয়। তবে দলের অধিনায়ক কে হবেন তা এখনও জানানো হয়নি। দলে জায়গা পাওয়া ১৪ জনেই আছে বিভিন্ন সময় জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা।

স্কোয়াডে আন্তর্জাতিক অভিজ্ঞতা ছাড়া একমাত্র ক্রিকেটার হলেন রেজাউর রহমান রাজা। অবশ্য ২৫ বছর বয়সী এই পেসার বেশ কয়েকটি সিরিজের দলে ডাক পেয়েছিলেন।

আগামী মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে ‘এ’ দলের হয়ে দুটি ম্যাচ খেলে যাবেন মুস্তাফিজ। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার পর টেস্ট দলেও জায়গা হারানো শরিফুলের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ হতে পারে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) বেশ ভালো ছন্দে আছেন বাঁহাতি এই পেসার। লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচে তার শিকার ২১ উইকেট।

চোট কাটিয়ে গত বছর ক্রিকেটে ফেরা ইবাদত হোসেনও আছেন দলে। মোহামেডানের হয়ে এবারের ডিপিএলে ৩১ বছর বছর বয়সী এই পেসারের শিকার ১৬ উইকেট।

তিন ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে আসবে নিউ জিল্যান্ড ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫, ৭ ও ১০ মে সিরিজের তিন ওয়ানডে।

এরপর ১৪ মে একই ভেন্যুতে শুরু হবে চার দিনের প্রথম ম্যাচটি। ২১ তারিখ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ।

এই সিরিজ খেলতে গত বছর অক্টোবরে দেশে আসার কথা ছিল নিউ জিল্যান্ড ‘এ’ দলের। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সে সময় সিরিজটি স্থগিত করে দেশটির ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ ‘এ’ দল:
পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন, তানভির ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়