শিরোনাম
◈ দ্বিতীয় পর্যায়ের আলোচনায় ১৯ বিষয়ে ঐকমত্য: আলী রিয়াজ ◈ শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি আইনে বড় পরিবর্তন আসছে ◈ অবৈধ পথে আমেরিকা পাড়ি: ফিরলেন কেবল হতাশা নিয়ে ◈ জরুরি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে ◈ গোপন বৈঠকে সরকার উৎখাতের ছক নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা-কর্মীদের, গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর ◈ ত্রিদেশীয় সিরিজে এবার হে‌রেই গে‌লো বাংলাদেশ ◈ নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব ২০ বাছাইয়ের জন্য বাংলা‌দেশ দল ঘোষণা ◈ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি জামায়াতসহ ২৯ রাজনৈতিক দল, ১১ দল অনুপস্থিত ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: জুলাইয়ে মৃত্যু ৪১ জন, আক্রান্ত ছাড়াল ১০ হাজার ◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পিএসএল খেলতে পা‌কিস্তা‌নে গে‌লেন না‌হিদ রানা

স্পোর্টস ডেস্ক ; চলমান পা‌কিস্তান সুপার লি‌গে ( ‌পিএসএল) দল পেয়েছেন ৩ বাংলাদেশি ক্রিকেটার। রিশাদ হোসেন ও লিটন দাসকে পুরো আসরের জন্য অনাপত্তি পত্র (এনওসি) দিলেও নাহিদ রানাকে আসরের শুরু থেকে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার পর এনওসি পেয়েছেন তিনি। তাই আসরের মাঝপথে পিএসএলে যোগ দিচ্ছেন এই তরুণ গতিতারকা।

শনিবার (২৬ এপ্রিল) পিএসএল খেলতে দেশ ছেড়েছেন ২২ বছর বয়সী নাহিদ রানা। দুপুর একটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন তিনি। সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে পাকিস্তানে যাবেন ডানহাতি এই পেসার। দেশ ছাড়ার আগে নাহিদ জানিয়েছেন, ভালো করতে বেশ আত্মবিশ্বাসী তিনি। নাহিদ বলেন, 'নিজের ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে। দলের হয়ে সেরাটা দিতে চাই। আর তা করতে পারলে ভালো কিছুই হবে।

গত বছর জাতীয় দলে অভিষিক্ত নাহিদ রানা এবারই প্রথম বিদেশি কোনো লিগে খেলতে যাচ্ছেন। পিএসএলে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাবেন তিনি। গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের দশম আসরের ড্রাফটে এই পেসারকে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে দলে ভেড়ায় পেশোয়ার। যে দলে আছেন বাবর আজম, সাইম আইয়ুবের মতো তারকা। নাহিদ যাওয়ার আগেই অবশ্য ৫ ম্যাচ খেলে ফেলেছে পেশোয়ার। ৩ হারের বিপরীতে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে তার দল।

আগামীকাল রোববার (২৭ এপ্রিল) রাত নয়টায় কোয়েটা গ্ল্যাডিয়েটরের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলবে পেশোয়ার জালমি। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচেই খেল‌তে পা‌রেন তি‌নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়