শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১১:৪৩ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বার্নলির কা‌ছে হে‌রে  প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারালো হামজার শে‌ফিল্ড ইউনাই‌টেড

‌স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত ‌খে‌লে‌ছে শে‌ফিল্ড ইউনাই‌টেড, তা‌তে তা‌দের শেষ রক্ষা হ‌লো না, ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে বার্নলির কাছে ২-১ গোলে হেরে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হাতছাড়া করলো হামজা চৌধুরীর ক্লাব শেফিল্ড ইউনাইটেড। অপরদিকে এই জয়ে লিডস ইউনাইটেডকে সঙ্গী করে আগামী মৌসুমে আবারও ইংলিশ ফুটবলের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে বার্নলি।

লিগের সমীকরণে সরাসরি প্রিমিয়ার লিগে জায়গা করে নেওয়ার সম্ভাবনা বাঁচাতে বার্নলির বিপক্ষে জিততেই হতো শেফিল্ড ইউনাইটেডকে। বার্নলর ঘরের মাঠ টার্ফ মুরে অনুষ্ঠিত এই ম্যাচে শেফিল্ডের হয়ে শুরু থেকেই খেলেছেন বাংলাদেশি তারকা হামজা চৌধুরী। ম্যাচের ২৮ মিনিটে জশ ব্রাউনহিলের গোলে পিছিয়ে পড়ে শেফিল্ড। শেফিল্ড গোলরক্ষক মাইকেল কুপার একটি শট ফেরালেও ফিরতি বলে গোল করে বার্নলিকে এগিয়ে দেন ব্রাউনহিল।

তবে পিছিয়ে পড়ার ৯ মিনিট পরেই টম ক্যাননের জোরালো শটে সমতায় ফেরে শেফিল্ড। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৪৪ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করে বার্নলিকে আবার এগিয়ে নেন ব্রাউনহিল। বার্নলির হানিবাল মেইব্রিকে পেনাল্টি বক্সে ফাউল করার কারণে পেনাল্টিটি পেয়েছিল স্বাগতিকরা,যা থেকে গোল করেন ব্রাউনহিল। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে শেফিল্ড ইউনাইটেড।

এই হারের ফলে ৪৪ ম্যাচ শেষে শেফিল্ডের পয়েন্ট দাঁড়িয়েছে ৮৬। ২ পয়েন্ট জরিমানা না হলে কাগজে-কলমে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার ক্ষীণ সম্ভাবনা হয়তো টিকে থাকত তাদের। সমান সংখ্যক ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে বার্নলি ও লিডস ইউনাইটেড। গোল ব্যবধানে এগিয়ে থাকায় লিডস শীর্ষে এবং বার্নলি দুইয়ে থেকে প্রোমোশন পেয়েছে।

সরাসরি ওঠার সুযোগ হারালেও হামজাদের শেফিল্ড ইউনাইটেডের সামনে এখনো প্রিমিয়ার লিগে যাওয়ার পথ খোলা আছে। তাদের নকআউট প্লে-অফে দুটি ম্যাচ জিততে হবে। তবে প্লে-অফে তাদের প্রতিপক্ষ কারা হবে সেটি এখনো নির্ধারিত হয়নি। ২৬ এপ্রিল লিগে হামজাদের পরের ম্যাচ স্টোক সিটির বিপক্ষে। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়