শিরোনাম
◈ গভীর সমুদ্রে মাছ আহরণের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ.লীগের নতুন পরিকল্পনা হাসিনাকে দেশে ফেরাতে, ঢাকায় প্রশিক্ষণ ◈ সাপুড়ের প্রাণ নেয়া সাপটিকে কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে ◈ লুইস ‌দিয়াস লিভারপুল ছেড়ে দি‌লেন, চার বছরের চুক্তিতে ঢুক‌লেন বায়ার্নে মিউ‌নি‌খে ◈ রাষ্ট্র মেরামত ও সুশাসন প্রতিষ্ঠার সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না: আইন উপদেষ্টা  ◈ দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ ব্লগার অভিজিৎ রায় হত্যা: জামিন পেলেন সাজাপ্রাপ্ত আসামি ফারাবী ◈ প্রথম পর্বে ৬২ বিষয়ে ঐকমত্যে রাজনৈতিক দলগুলো, তালিকা প্রকাশ করলো কমিশন ◈ জামায়াত আমিরের হার্টে তিনটি ব্লক, বাইপাস সার্জারির সিদ্ধান্ত ◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৯:২৩ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নেইমারের হা‌তে ফ্রি ফি‌লি‌স্তিন লেখা ভাইরাল  ছবিটি এআই দিয়ে করা

স্পোর্টস ডেস্ক ; ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রকে ‘ফ্রি ফিলিস্তিন’ লেখা একটি পতাকা হাতে দেখা যাচ্ছে। ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও ফ্যাক্টচেকিং সংস্থা ‘রিউমার স্ক্যানার’ জানাচ্ছে, ছবিটি আসল নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, নেইমারের অফিসিয়াল ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এমন কোনো ছবি পোস্ট করা হয়নি। ৬ এপ্রিল থেকে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে শুরু করলেও এটি কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা ভেরিফায়েড সূত্র থেকে প্রকাশিত হয়নি। মূলত কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেই ছবিটি ভাইরাল হয়েছে।
বিশ্লেষকরা জানান, ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের একাধিক চিহ্ন রয়েছে। যেমন- পতাকাটির অস্বাভাবিক মসৃণতা ও ভাঁজহীন অবস্থা। 'ফ্রি ফিলিস্তিন' লেখাটি খুব নিখুঁত এবং সমান, যা কৃত্রিমভাবে বসানো মনে হয়। নেইমারের বৃদ্ধাঙ্গুল পতাকার পেছনে থাকলেও সেখানে আঙুলের স্বাভাবিক চাপ বা ছাপ দেখা যাচ্ছে না। চ‌্যা‌নেল২৪

এছাড়াও নেইমারের মুখমণ্ডল, দাঁড়ি ও ত্বকের গঠন অতিরিক্ত নিখুঁত ও মসৃণ- যা সাধারণত এআই জেনারেটেড ছবিতে দেখা যায়। ছবি জুড়ে আলো, ব্যাকগ্রাউন্ড ব্লার এবং রঙের বৈচিত্র্যও এআই তৈরি ছবির সাথে মিল পাওয়া গেছে।

ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘সাইটইঞ্জিন’-এ পরীক্ষার পর দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ।

ভাইরাল ছবিটি দেখে অনেকেই ভাবছেন নেইমার ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন, তবে বাস্তবে এমন কোনো পদক্ষেপ বা বার্তা নেইমারের পক্ষ থেকে আসেনি। ফলে এটি একটি এআই প্রযুক্তিনির্ভর ভুয়া ছবি বলে প্রমাণিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়