শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:২৮ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের ক্রিকেট খেল‌তে চান অস্ট্রেলিয়া প্রবাসী ইয়াসিন মুনতা‌সির

স্পোর্টস ডেস্ক ;  বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন অস্ট্রেলিয়া প্রবাসী লেগ স্পিনিং অলরাউন্ডার ইয়াসিন মুনতাসির। সাবেক ক্রিকেটার বাবার ক্লাব মোহামেডানের সাথে অনুশীলন শুরু করেছেন ইয়াসিন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের গ্রিনভ্যাল ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন তিনি।  

একাডেমি মাঠে মাহমুদউল্লাহকে বল করছেন অচেনা এক তরুণ। ক্রিকেট অস্ট্রেলিয়ার কিট দেখে বুঝে ফেলার কথা দেশটার সাথে কোন একটা সম্পর্ক আছে তার। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের গ্রিনভ্যাল ক্যাঙ্গারু ক্রিকেট ক্লাবের ব্যাটিং অলরাউন্ডার। তবে প্রথম দেখায় মিলল লেগ স্পিনার পরিচয়।

অস্ট্রেলিয়ায় থাকলেও ইয়াসিন মুনতাসিরের শিকড় বাংলাদেশে। বাবা মোস্তাদির লিটু ক্রিকেট খেলেছেন মোহামেডানের হয়ে। জন্মের দু মাস পর ইয়াসিনকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায় তার পরিবার।

ক্রিকেটার ইয়াসিন মুনতাসির বলেন, আমি ঢাকাতে হয়েছি। মাত্র দু’মাসের মাথায় অস্ট্রেলিয়া যাই। বাবার প্রিয় মোহামেডানের সূত্র ধরে বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে চান ইয়াসিন। হোম অব ক্রিকেটে প্রথমদিন অনুশীলন করলেন সাদা-কালোদের সাথে। সুযোগ পেলে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন।

ইয়াসিন মুনতাসির বলেন, বড় স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ। দেখি আল্লাহ কোথায় নিয়ে যান। আমার জন্ম এখানে এজন্য গর্ববোধ করি। বাংলাদেশের জন্য খেলতে পারাটা হবে আরও গর্বের। 

বাবাও এসেছেন ছেলের সঙ্গে। আশাবাদী সন্তানকে নিয়ে। অস্ট্রেলিয়ার সুযোগ সুবিধা কাজে লাগিয়ে ইয়াসিন নিজেকে প্রস্তুত করেছেন বলে দাবি তার।

মোহামেডানের সাবেক ক্রিকেটার মোস্তাদির লিটু বলেন, আমি এখানকার ক্রিকেটার। বাংলাদেশকে ভালোবাসি এবং ছেলে যদি বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পায় 

অস্ট্রেলিয়ায় নজর কাড়া পারফরম্যান্স নেই ইয়াসিন মুনতাসিরের। বাংলাদেশে কতটুকু জায়গা করে নিতে পারবেন তা সময় বলে দেবে। তবে স্বপ্ন সত্যি হলে, ফুটবলের মত ক্রিকেটেও দেখা মিলবে প্রবাসী খেলোয়াড়ের। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়