শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৫, ০৯:৩২ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

প্রস্তু‌তি ম‌্যা‌চে পাকিস্তান এ’ দলকে ১৬৭ রা‌নে হারা‌লো  বাংলাদেশের মেয়েরা

 স্পোর্টস ডেস্ক ; মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগে জয় দিয়ে প্রস্তুতি পর্ব সেরেছে বাংলাদেশ। পাকিস্তান এ’ দলকে গুঁড়িয়ে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

মঙ্গলবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুই বল আগে ২৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে স্পিনারদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পাকিস্তান এ’ দল ৩৯ ওভার ১ বলে গুটিয়ে যায় ১০৯ রানে। - অলআউট স্পোর্টস

দীর্ঘদিন ধরে ব্যাটিং ব্যর্থতায় ভুগতে থাকা মেয়েরা দুটি প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। পাকিস্তানের বিপক্ষে ৭২ বলে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক জ্যোতি। ৫০ রান করে রিটায়ার্ড আউট হয়ে ক্রিজ ছাড়েন ওপেনার ফারজানা হক। ঝড়ো ইনিংসে জান্নাতুল ফেরদৌস অপরাজিত থাকেন ৩৪ বলে ৪৬ রান করে।

এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ২৫২ রানের লক্ষ্য বাংলাদেশ তাড়া করেছিল ৫ উইকেট ও ৫১ বল হাতে রেখে। সেদিন দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন ইশমা তানজিম ও ফারজানা। ১৪ বলে ২৬ রান করে ফেরেন ইশমা। ৪৯ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন ফারজানা। শারমিন আক্তার করেন ৪৭ রান। সোবহানা মোস্তারির ৫৩ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংসে ৪১ ওভার ৩ বলে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

আগামী বৃহস্পতিবার লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে জ্যোতির দল। রোববার দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ১৫ এপ্রিল তারা খেলবে প্রস্তুতি ম্যাচে গুঁড়িয়ে দেওয়া স্কটল্যান্ডের বিপক্ষে। ১৭ এপ্রিল বাংলাদেশ মুখোমুখি হবে বাছাইপর্বের সবচেয়ে বড় বাধা ওয়েস্ট ইন্ডিজে। ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শেষ করবে জ্যোতি-নাহিদারা।

ছয় দলের বাছাইপর্বে শীর্ষ দুটি দল আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া মূলপর্বের টিকিট পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়