শিরোনাম
◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ ◈ অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব ◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য ◈ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ১২:২১ রাত
আপডেট : ০১ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইমনের রেকর্ডগড়া হাফ সেঞ্চুরিতে আবাহনীর জয়

‌স্পোর্টস ডেস্ক ; মোসাদ্দেক হোসেন সৈকতের অসাধারণ বোলিংয়ে মাত্র ৮৮ রানেই শেষ হয় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ইনিংস। মাত্র ৩৬ রান খরচায় চার উইকেট নেন মোসাদ্দেক। জবাবে পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৬.৪ ওভারে দশ উইকেট হাতে রেখে জিতে যায় আবাহনী লিমিটেড। ফলে ৯ ম্যাচে অষ্টম জয়ে শীর্ষস্থান ধরে রাখল আবাহনী। সমান ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে শাইনপুকুর। ক্রিক‌ফ্রেঞ্জি

বিকেএসপির তিন নম্বর মাঠে ভেজা আউটফিল্ডের কারণে আবাহনী এবং শাইনপুকুরের খেলাটি এ দিন অনেক দেরীতে শুরু করা হয়। ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩১ ওভারে। কিন্তু শাইনপুকুর টিকল ২৫.৪ ওভার।

মইনুল ইসলাম তন্ময়কে দুই রানে ফিরিয়ে আবাহনীর উইকেটের খাতা খোলেন রাকিবুল হাসান। এরপর অনিক সরকারকে শূন্য রানে বিদায় করেন রিপন মন্ডল। ষষ্ঠ ওভারে রহমতউল্লাহ আলীকে ফেরান মোসাদ্দেক। তাকে কাউ কর্নারে মারতে গিয়ে বিদায় নেন ১৭ বলে ১০ রান করা রহমতউল্লাহ।

এরপরের ওভারে রায়ান রাফসান রহমানকে মিড অন থেকে থ্রো করে রানআউট করেন নাজমুল হোসেন শান্ত। পরের বলে ফারজান আহমেদকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন রিপন। ১৭ রানে পাঁচ উইকেট হারায় শাইনপুকুর।

তারপর টানা তিন ওভারে তিন ব্যাটারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন মোসাদ্দেক। সাত রান করা শরিফুল ইসলাম এবং এক রান করা গোলাম কিবরিয়াকে ফেরানোর পর সর্বোচ্চ ৩৮ রান করা মিনহাজুল আবেদীন সাব্বিরকেও ফেরান মোসাদ্দেক। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ৮৮ রানেই থামে শাইনপুকুরের ইনিংস।

 লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫ বলে হাফ সেঞ্চুরি করেন ইমন। লিস্ট 'এ' ক্রিকেটে বটেই, স্বীকৃত ক্রিকেটেই এটি বাংলাদেশের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড। লিস্ট 'এ' ক্রিকেটে রেকর্ডটি এতদিন ছিল যৌথভাবে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের।

২০১৯ সালের ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে হাফ সেঞ্চুরি করেন ফরহাদ। এর চার বছর পর বাংলাদেশ ক্রিকেট লিগের লিস্ট 'এ' সংস্করণে হাবিবুরও ১৮ বলে হাফ সেঞ্চুরি করেন। অবশ্য সেদিন ৬১ বলে ১১৭ রানের ইনিংস খেলার পথে মাত্র ৪৯ বলে সেঞ্চুরিও তুলে নেন হাবিবুর। যা এখনও এই সংস্করণে দেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

সব সংস্করণ মিলিয়ে বাংলাদেশের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড আগে ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শাইনপুকুরের বিপক্ষে ১৬ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। সবমিলিয়ে লিস্ট 'এ' ক্রিকেটে সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি করেন কে উইরারত্নে। লঙ্কান ঘরোয়াতে মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়