শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ঘ‌রোয়া ক্রিকে‌টে অসাধারন রেকর্ড, ১৫ ব‌লে আবাহনীর ইম‌নের অর্ধশত রান 

স্পোর্টস ডেস্ক: রোববা‌র (৬ এ‌প্রিল ) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে ইতিহাস গড়েছেন আবাহনী লিমিটেডের ওপেনার পারভেজ হোসেন ইমন। মাত্র ১৫ বলেই অর্ধশতক পূর্ণ করে তিনি স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন

বিকেএসপিতে অনুষ্ঠিত এই ম্যাচে ইমন ইনিংসটি শেষ করেন ২৩ বলে ৬১ রান করে, যেখানে ছিল ৪টি চার ও ৬টি বিশাল ছক্কা। তার এই ধ্বংসাত্মক ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি শাইনপুকুর।

ইমনের আগের দ্রুততম ফিফটির রেকর্ড ছিল শুভাগত হোমের দখলে। ২০১৯ সালে মোহামেডানের হয়ে খেলতে গিয়ে শাইনপুকুরের বিপক্ষে ১৬ বলে অর্ধশতক করেছিলেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে দ্রুত ফিফটির রেকর্ড রয়েছে ফরহাদ রেজা ও হাবিবুর রহমানের নামে, যারা ১৮ বলে ফিফটি করেছিলেন যথাক্রমে ২০১৯ ও ২০২৩ সালে।

এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শাইনপুকুর ৮৮ রানে গুটিয়ে যায়। আবাহনীর বোলারদের নিখুঁত আক্রমণে একপ্রকার ছিন্নভিন্ন হয়ে যায় তাদের ব্যাটিং লাইনআপ। জবাবে আবাহনী মাত্র ৬.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়, জয় তুলে নেয় ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

পারভেজ হোসেন ইমনের সঙ্গে ওপেন করতে নামা জিসান আলম অপরাজিত থাকেন ১৭ রানে (১৭ বল, ২ চার, ১ ছক্কা)। তবে ম্যাচজয়ী নায়ক ছিলেন নিঃসন্দেহে ইমন, যার টর্নেডো ইনিংস যেন চোখে লেগে থাকার মতো।

এই ইনিংস দিয়ে ইমন শুধু ম্যাচই জেতাননি, তুলে নিয়েছেন নিজের নাম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের রেকর্ড বইয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়