শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ১২:২৬ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের সঙ্গে ড্র মানতেই পারছে না ভারতীয় মিডিয়া!

স্পোর্টস ডেস্ক : শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের ১৫ হাজার তো বটেই, গোটা ভারতের কোটি ফুটবলপ্রেমীর চোখ ছিলো এ ম্যাচে। যে ম্যাচ মাঠে গড়ানোর আগে হম্বিতম্বি, বাংলাদেশ দল নিয়ে তাচ্ছিল্য আর ফিফা র‌্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকার দম্ভ সবই দেখিয়েছে ভারতীয় বিশ্লেষকরা। কিন্তু, বাস্তবতা ছিলো ভিন্ন। 
নিজেদের মাঠে বাংলাদেশের সামনে একরকম আত্মসমর্পণই করেছিলো ভারত ফুটবল দল। জনি-ইমনরা সহজ সুযোগগুলো হেলায় না হারালে এশিয়ান কাপ বাছাই ম্যাচে বেঙ্গল টাইগার্সের কাছে লজ্জাই পেতে হতো ইন্ডিয়ানদের।

শেষ পর্যন্ত হাফ ছেড়েই বেঁচেছে সুনীল ছেত্রীর দল। ২-০ বা ৩-০ ব্যবধানে হারের চেয়ে গোলশূন্য ড্র তো মান বাঁচানো ফলাফল। কিন্তু, জনসংখ্যা-আয়তন-বাজেট-স্ট্রাকচার-শক্তিমত্তা সবকিছুতে যোজন যোজন এগিয়ে থেকেও তুলনামূলক ছোট প্রতিবেশির কাছে এমন নাস্তানাবুদ হওয়া মানতেই পারছে না ভারতীয়রা। আঁতে চরম এক ঘা লেগেছে তাদের। সময়নিউজ

সামাজিক যোগাযোগমাধ্যমে যা টের পাওয়া যায় স্পষ্ট। দেশটির ক্রীড়া সাংবাদিক, বিশ্লেষক থেকে ফ্যান সবাই ধুয়ে দিচ্ছে ইন্ডিয়া টিমকে। কোচ মানোলো মার্কুয়েজের কৌশল, সামর্থ্য নিয়েও তুলছে প্রশ্ন। তবে, বাংলাদেশ দল নিয়ে এখনও কেনো যেনো প্রশংসা করতে পারছে না তারা। এক হামজা দেওয়ান চৌধুরী ছাড়া কাউকেই গোনায় ধরছে না যেনো।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। তাকে ইগ্নোর করার সুযোগ নেই। কিন্তু, সার্বিকভাবে বাংলাদেশ দলের উন্নতি নিয়ে কথা বলতে এখনও কার্পণ্য ভারতীয়দের। ব্যাপারটা এমন যে, কেবল নিজেদের ভুলেই জিততে পারেনি তারা। বাংলাদেশের খুব একটা ক্রেডিট নেই।ওসব নিয়ে অবশ্য ভাবছে না বাংলাদেশ। স্পোর্টসসহ নানা ক্ষেত্রে ভারতের বঞ্চনার শিকার দেশের মানুষের মাঝে ভারতকে নিয়ে তিক্ততা এখন চরমে। এশিয়ান কাপ বাছাইয়ে তাদের মাটিতে হামজাদের দাপুটে পারফরম্যান্স তাই আলাদা এক প্রশান্তি এনে দিয়েছে এদেশের মানুষের মনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়