শিরোনাম
◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি ◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ আদানির বকেয়া উল্লেখযোগ্য পরিমাণ কমিয়েছে বাংলাদেশ ◈ অপতথ্য ছড়াতে আ.লীগ সহায়তা করছে ভারতীয় মিডিয়াকে: প্রেস সচিব ◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অসহায় গ্রামবাসীদের পাশে ফুটবলার হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী  এএফসি এশিয়ান কাপের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছেন। তিনি সরাসরি নিজ এলাকা হবিগঞ্জের স্নানঘাট গ্রামে উঠেছেন। 

লম্বা ভ্রমণের কারণে ঘুম থেকে উঠতে একটু বেলা হলো তার। বাড়ির ছাদে এসে উপস্থিত সকলকে অভিবাদন জানায় এই ফুটবলার। এর কিছু সময় পরই নিচে আসেন তিনি। বাবার সাথে ঘরের উঠোনে উপস্থিত গ্রামবাসীদের হাতে টাকা তুলে দেন হামজা। অবশ্য আগেই এই আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

প্রতিবছরই হামজা এমন সহায়তা করেন বলে জানিয়েছেন গ্রামবাসী। শুধু রোজার ঈদ নয় কোরবানীর ঈদের সময়ও গ্রামাবাসীদের জন্য কোরবানি দেন হামজার পরিবার। গ্রামবাসীদের মতে প্রতিবছর ৬-৭টি গরু কোরবানী করা হয় হামজার পরিবারের পক্ষ থেকে।

প্রতিবছর লোক মারফত গ্রামবাসীদের হাতে টাকা পাঠান হামজা। এবার যেহেতু দেশে আছেন তাই নিজের হাতে গ্রামবাসীদের হাতে টাকা তুলে দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। হাসিমুখে সকলের সঙ্গে দেখা করে টাকা তুলে দিয়েছেন এই ফুটবলার। ভালো ফুটবলারের পাশাপাশি একজন ভালো মানুষ হামজা এমনটাই জানালেন তার গ্রামের সকলে। গ্রামে সবকিছু শেষ করে মঙ্গলবার (১৮ মার্চ) রাত আটটা পঞ্চাশ মিনিটের ঢাকা আসবেন হামজা চৌধুরী। যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়