নিজস্ব প্রতিবেদক : গোলাপি বলের টেস্ট ক্রিকেট সাধারণত অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত খেলে থাকে। ২০২১ সালে ভারত সফরে প্রথমবার টেস্ট খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এবার ঘরোয়া ক্রিকেটেই গোলাপি বলের ব্যবহার শুরু করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসন্ন আসর গোলাপি বলে আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। এ তথ্য নিশ্চিত জানিয়েছেন বোর্ডের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। মূলত আগামী এপ্রিল-মে মাসে দেশের অতিরিক্ত গরমের জন্য দিবা-রাত্রির টুর্নামেন্ট করার কথা বিবেচনায় রেখেছে বিসিবি। এতে করে গোলাপি বলের টেস্ট খেলতেও সুবিধা হবে।