শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ১১:৫৬ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

শ্বাসরুদ্ধকর মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক : মাদ্রিদ ডার্বিতে দুই মাদ্রিদের লড়াই হলো সমানে সমান। শেষ পর্যন্ত কষ্টের জয়টা আসলো রিয়াল মাদ্রিদের ঘরে। উয়েফা চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে রোমাঞ্চকর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। 

সান্টিয়াগো বার্নাবুতে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের হয়ে প্রথম স্ট্রাইক করেন ব্রাজিলিয়ান রদ্রিগো। মাঝমাঠ থেকে ফেদে ভালভের্দের থ্রু পাসে অ্যাটলেটিকোর তিনজন ডিফেন্ডারকে ড্রিবল করে বাম পায়ে সট দিয়ে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়াণ এই তারকা ফুটবলার।

এরপর ম্যাচের ৩১তম মিনিট। সবকিছু যখন ঠিক চলছিলো রিয়ালের জন্য, ঠিক তখনই ফ্রেঞ্চ তারকা কামাভিঙ্গাকে ডস দিয়ে দারুণ এক সটে অ্যাটলেটিকো সামতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি আলভারেজের সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ২২তম গোল।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়। এরপর ম্যাচের ৫৫ মিনিটে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। এবারের গোলের রুপুকার দিয়াজ। অ্যাটলেটিকো পাঁচ ডিফেন্ডার গিমিনেজ, সিমিওনি, পাবলো বারিওস-লরেন্তে ও ক্লেমেন্ট লেংলেটকে বোকা বানিয়ে দূরের পোস্টে শট নিয়ে বল জালে জড়িয়ে দেন দিয়াজ। 

এই গোলের মধ্য দিয়ে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে গ্যালাক্টিকোরা। আগামী সপ্তাহের বুধবার (১৩ মার্চ) রাত ২টায় ফিরতি লেগে অ্যাটলেটিকোর মাঠে মুখোমুখি হবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়