শিরোনাম
◈ অর্থ সংকটে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত! ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি ◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও) ◈ ফজলুর রহমানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিলের জাতীয় দলের দেড় বছর পর নেইমার

স্পোর্টস ডেস্ক: নেইমার খেলবেন ব্রাজিলের জাতীয় দলে। দেড় বছর ধরে তিনি নানা কারণে খেলার সুযোগ পাননি। নিজ দেশ ব্রাজিলে ফিরে সুসংবাদ পেলেন তিনি। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ৫২ সদস্যের এই প্রাথমিক দলে আছেন নেইমার।  

ব্রাজিলের হয়ে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। ওই ম্যাচেই চোটে পড়েন বার্সা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড। চোট কাটিয়ে গত বছর মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের হয়ে খেলার সময় আবার চোট পান তিনি। তাতে তিনি আবারো ছিটকে যান মাঠের বাইরে।  

পরে আল হিলাল অধ্যায় শেষ করে সান্তোসে ফেরেন নেইমার। নিজের শৈশবের ক্লাবে ফিরে চিরচেনা রূপে ফেরার ইঙ্গিত দিচ্ছেন তিনি। সেই ধারায় এবার জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হলো তার। ৫২ সদস্যের স্কোয়াড অবশ্য ছোট হয়ে আসবে। পরে ২৩ সদস্যের চূড়ান্ত দল দেবেন দরিভাল। সেখানে জায়গা করে নিলেই কেবল নেইমারের খেলার সম্ভাবনা থাকবে।

বাছাইপর্বের দুটি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া ও আর্জেন্টিনা। ২১ মার্চ কলম্বিয়া এবং ২৬ মার্চ আর্জেন্টিনার মুখোমুখি হবে সেলেসাওরা। এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ব্রাজিল। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়