শিরোনাম
◈ বিহারে স্কুলের মিড-ডে মিলে মৃত সাপ, শতাধিক শিশু অসুস্থ! ◈ অর্থ সংকটে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত! ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি ◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ ◈ অনিশ্চয়তায় ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর ◈ বিচার চলাকালীন আইন করে আ. লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নাইদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিরুদ্ধে ‘এএফসি এশিয়ান কাপ-২০২৭’ এর বাছাই পর্বে খেলার জন্য বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩০ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড় হামজা চৌধুরী। তবে তিনি এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। আগামী ১৮ মার্চ বাংলাদেশে আসবেন এই মিডফিল্ডার।

এই তালিকায় থাকা ২৮ জন খেলোয়াড়কে আগামী ২৮ ফেব্রুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। প্রাথমিক স্কোয়াডে বসুন্ধরা কিংসের মিডফিল্ডার শেখ মোরসালিন জায়গা পেয়েছেন। এছাড়া ব্রাদার্স ইউনিয়নে যোগ দেয়া জামাল ভূঁইয়াও রয়েছেন এই দলে।
বাংলাদেশের ৩০ সদস্যের এই দলে ডাক পেয়েছেন ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়া ক্যালসিওর বাংলাদেশি বংশোদ্ভূত ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম। তার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের আক্রমণভাগকে শক্তিশালী করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে এএফসি এশিয়ান কাপ-২০২৭ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দল। সফলভাবে বাছাই পর্ব উতরে যেতে পারলে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

বাংলাদেশের প্রাথমিক দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন ও সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ফরোয়ার্ড : রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম (ইতালি প্রবাসী)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়