শিরোনাম
◈ নির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি, এপ্রিল পার হওয়া উচিত না: জামায়াত আমির ◈ জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেয়ারও মানসিকতা থাকতে হবে: আলী রীয়াজ ◈ আওয়ামী লীগের মৃত্যু বাংলাদেশে, জানাজা দিল্লিতে: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ যে পেশা ছাড়া প্রায় সব এআই দখল করে নেবে! (ভিডিও) ◈ শাপলা চত্বর হত্যাকাণ্ড: চাঞ্চল্যকর তথ্য দিলেন উপ-প্রেস সচিব ◈ বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা: পূর্ণাঙ্গ রায় প্রকাশ হাইকোর্টের ◈ ভুল করবেন না, কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন বাতিল করুন ◈ বিতর্কিত রান আউট, মেজাজ হারিয়ে আম্পায়ারের ওপর চড়াও শুভমান গিল ◈ আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করবে ভারত, জোড়া দাবি তুলবে নয়া‌দি‌ল্লি!  ◈ বিএনপি নেতার হুমকি কে পাত্তা না দিয়ে উল্টো ধমকালেন বকশীগঞ্জ থানার ওসি (ভিডিও)

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

১৫টি বাইক নিয়ে গতির নেশায় নেইমার!

স্পোর্টস ডেস্ক : এক নতুন কারণে নেইমার এবার মাঠের বাইরে আলোচনায় এসেছেন। সান্তোসে দ্বিতীয় অধ্যায় শুরুর পর ফুটবল মাঠের বাইরে ‘গতির নেশায়’ মজেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। অনুশীলন শেষে সময় কাটানোর জন্য নিজের সংগ্রহে এবার যোগ করেছেন ১৫টি অত্যাধুনিক মোটরবাইক।

শুক্রবার সান্তোসের সিটি রেই পেলেতে অনুশীলন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নতুন ‘স্পিড টয়’ দেখিয়েছেন নেইমার। পোস্টের ক্যাপশনে লিখেছেন, আমার নতুন খেলনা।

রিও ডি জেনেইরোর মানগারাতিবার ব্যক্তিগত প্রাসাদে এরই মধ্যে গো-কার্ট ট্র্যাক বানিয়ে নিয়েছেন নেইমার। এবার তার শখের তালিকায় যোগ হলো ১৫টি মোটরসাইকেল, যা তার নতুন অ্যাডভেঞ্চার স্পিরিটেরই প্রতিচ্ছবি। ফুটবলের বাইরে গতি আর রোমাঞ্চে আসক্ত ব্রাজিলিয়ান তারকার এই সংগ্রহ যে আরও সমৃদ্ধ হবে, সেটা বলাই বাহুল্য
সান্তোসে ফিরে শুধু ফুটবলই নয়, পরিবারকেও সময় দিচ্ছেন নেইমার। প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দি ও মেয়ে মাভিয়েকে নিয়ে গিয়েছিলেন নিজের ব্যক্তিগত ট্রফি জাদুঘরে। সেখানে নেইমারের ক্যারিয়ারের ২,০০০-এরও বেশি স্মারক সংরক্ষিত রয়েছে ট্রফি, ছবি, জার্সি আর নানা আনুষঙ্গিক স্মৃতি।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার ও ব্রুনা তাদের নতুন বাড়ির ছবিও শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে ছোট্ট মাভিয়েকে নিয়ে তারা দারুণ সময় কাটাচ্ছেন। গতি আর গ্ল্যামারের বাইরেও নেইমারের মনোযোগ যে ফুটবলের দিকেও আছে, তা স্পষ্ট সান্তোসের প্রস্তুতি দেখলেই। সান্তোসের স্থানীয় সময় রবিবার রাত সাড়ে ৮টায় ক্যাম্পিওনাতো পাওলিস্তার দশম রাউন্ডে আগুয়া সান্তার বিপক্ষে মাঠে নামবে সান্তোস।

গ্রুপ ‘বি’-তে বর্তমানে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সান্তোস, যেখানে শীর্ষে থাকা গুয়ারানি (১১) ও দ্বিতীয় স্থানে থাকা পর্তুগিজা (১০) খুব কাছেই অবস্থান করছে। ফলে নেইমারদের জন্য ম্যাচটি কার্যত ‘ফাইনাল’ বললেই চলে!
সান্তোসের সমর্থকরা এখন তাকিয়ে আছেন তাদের প্রিয় তারকার দিকে গতি, গ্ল্যামার আর ফুটবলের মোহময়ী সংমিশ্রণ যে নেইমার, সেটা আবারও প্রমাণ করার অপেক্ষায় ব্রাজিলিয়ান সুপারস্টার। তথ্যসূত্র,  দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়