শিরোনাম
◈ পাকিস্তানে ভারতের হামলা নিয়ে যা বললেন জামায়াত আমির ◈ ৫ ভবিষ্যদ্বাণী: ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে ◈ পাকিস্তানে হামলার শিকার প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা ◈ এবার দুদকের হানা ঢাকাসহ ৩৫ বিআরটিএ অফিসে  ◈ ঈদের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আওতার বাইরে থাকবেন যারা ◈ ৫ ভারতীয় পাইলটকে বন্দির দাবি পাকিস্তানের! ◈ শিক্ষার্থীদের পেটানোর পরিকল্পনা করা গ্রুপের অ্যাডমিন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির! ◈ আমাদের গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছিল, ভারতের বিরুদ্ধে আরও সন্ত্রাসী হামলার প্রস্তুতি চলছে: ভারতের পররাষ্ট্রসচিব ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬, এ পর্যন্ত যা যা ঘটল ◈ ভারতীয় ৩টি রাফাল, ১টি সুখোই-৩০, ১টি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত, আরো যা জানাগেল

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৫, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সা-আতলেতিকোকে হারানো দলকে নকআউটে পেল রিয়াল

নক আউট মানে হেরে গেলে সোজা তল্পিতল্পা গুটিয়ে বাড়ির পথ ধরা। এমন পর্বে বড়-ছোট দলের পার্থক্যটা খুব ফিকে হয়ে আসে। কোপা দেল রের পুরো টুর্নামেন্টটাই নকআউট পদ্ধতির। তবে আসল নক আউট শুরু হয় শেষ আটে, এর আগের পর্বেই যে বেশিরভাগ নিচের বিভাগের দলগুলো বিদায় নেয়।

কোপা দেল রের সেই শেষ আট আসছে সামনে। ড্র হয়ে গেছে, প্রত্যেকটা দল জেনে গেছে নিজেদের প্রতিপক্ষের নাম। শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা আর আতলেতিকো মাদ্রিদও জেনে গেছে কাদের বিপক্ষে খেলতে হবে।  

তবে প্রতিপক্ষ বিচারে রিয়াল মাদ্রিদই কি তুলনামূলক কঠিন দলের সামনে পড়ছে? প্রশ্নটা উদ্ভট ঠেকতে পারে। তাদের প্রতিপক্ষ লেগানেস, যারা আবার লিগ টেবিলে আছে অবনমন অঞ্চলের একটু ওপরে। এমন দলকে আপনি কীভাবে ‘কঠিন’ বলতে পারেন?

পারেন। সেক্ষেত্রে আপনাকে তাদের চলতি মৌসুমটা দেখতে হবে। শেষ দেড় মাসে তারা বড় দুই জয় তুলে নিয়েছে। দল দুটোর নাম– বার্সেলোনা আর আতলেতিকো। ১৬ ডিসেম্বর বার্সাকে দলটা হারিয়েছে সের্হিও গনজালেসের গোলে। এরপর গত ১৮ জানুয়ারি আতলেতিকোকে দলটা হারিয়েছে মাতিহা নাস্তাসিচের একমাত্র গোলে ভর করে। 

সেই লেগানেসই শেষ আটে রিয়াল মাদ্রিদের সামনে পড়ছে। তবে রিয়াল অবশ্য তাদের লিগে হারিয়েছে ৩-০ গোলে। নিজেদের ফর্ম তো বটেই, রিয়াল সে ম্যাচের দিকে তাকিয়েও অনুপ্রেরণা খুঁজতে পারে। 

এদিকে শেষ আটে বার্সেলোনা মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার। গত আগস্টে শুরুতে পিছিয়ে পড়েও দলটাকে বার্সেলোনা হারিয়েছিল রবার্ট লেভান্ডভস্কির জোড়া গোলের সুবাদে। আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে কোপা দেল রের এই লড়াইয়ে নামবে বার্সা আর ভ্যালেন্সিয়া। এর আগে লিগেও একবার দলটার বিপক্ষে খেলতে হবে তাদের, আগামী ২৭ জানুয়ারি হবে ম্যাচটা। এদিকে আতলেতিকো মাদ্রিদ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে খেলবে হেতাফের বিপক্ষে। শেষ আটের অন্য ম্যাচে রিয়াল সোসিয়েদাদ আতিথ্য দেবে অসাসুনাকে। ম্যাচগুলো আগামী ৪ থেকে ৬ ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে।

এক নজরে শেষ আটের ড্র–
ভ্যালেন্সিয়া–বার্সেলোনা
লেগানেস–রিয়াল মাদ্রিদ
আতলেতিকো মাদ্রিদ–হেতাফে
রিয়াল সোসিয়েদাদ–অসাসুনা

  • সর্বশেষ
  • জনপ্রিয়